পদক পাওয়া হাসপাতাল ধুঁকছে জনবল-সংকটে, লাইনেই রোগীর মৃত্যু
‘সকাল ৯টায় এসে ১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটিছি। টিকিট নিয়ে ডাক্তারের কক্ষের সামনে আরও আধা ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। বারবার কলাম, স্যার আমার রোগীটা দেখে দেন, তবুও দিলেন না। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমার শাশুড়ি অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। সে সময় সবাই ধরে জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার কলো মরে গেছে।’