সমস্যায় জর্জরিত সিলেটের বিসিক নগরী
সিলেটের দুটি বিসিক নগরী নানা সমস্যায় জর্জরিত। শিল্পমালিকেরা সমস্যা সমাধানে তাগাদা দিলেও কর্তৃপক্ষ উদ্যোগ নেয় না বলে অভিযোগ তাঁদের। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, তাঁরা চেষ্টা করে যাচ্ছেন সমস্যা সমাধানের। শিল্পনগরী দুটি হলো খাদিমনগর ও