তিনি ইংলিশদের নতুন ভরসা
বিশ্বকাপ এলেই অনেক অপরিচিত মুখ বড় তারকা হয়ে ওঠেন। এ মিছিল থেকে আবার হারিয়েও যান অনেকেই। যেন এক ঝলকের রোদ কারও মুখে এসে পড়ল আর ঝলমলে হয়ে উঠল তা। তবে হারিয়ে যাওয়া তারকাদের তালিকায় নিজের নাম লেখাতে আসেননি যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম জুড বেলিংহাম, যাঁকে অনেকে মনে করেন ইংলিশ ফুটবলের যুবরাজ।