১৪০০ কোটি টাকা নিয়ে ‘নার্ভাস’ ছিলেন আর্জেন্টিনার ফার্নান্দেজ
প্রতিবার দলবদলের সময় খেলোয়াড়দের যেন একটু বাড়তি রোমাঞ্চই কাজ করে। কোন দলে যাবেন, কেমন দাম উঠতে পারে-তা নিয়ে তাঁদের আগ্রহের কমতি থাকে না। এবার দলবদলের সময় যেন একটু নার্ভাস ছিলেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলারের দাম উঠেছিল ১০৬ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ১৪০০ কোটি টাকা)।