সোনারগাঁয়ে আ.লীগ নেতা-কর্মীদের বাড়িতে বিএনপির লোকজনের হামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এসি, রেফ্রিজারেটর, টাকা ও সোনা লুট করে নেওয়া হয়।