হাড্ডাহাড্ডি লড়াইয়ে শিরোপা থাকল বাংলাদেশের ঘরে
শেষটায় মনে হচ্ছিল ম্যাচটা ঘুরিয়ে দিচ্ছে কেনিয়া। শেষ মিনিটে বাংলাদেশের স্কোর তখন ৩২, কেনিয়ার ৩১। শেষ মিনিটে দুই পয়েন্ট নিয়ে ম্যাচের ফল পাল্টে দিলেন মোহাম্মদ রাজিব। ৩৪-৩১ পয়েন্টে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের টানা দ্বিতীয় শিরোপা নিজেদের ঘরেই রাখল স্বাগতিক বাংলাদেশ।