রেফারিকে ঘুষি মেরে নিষিদ্ধ ভারতীয় কুস্তিগির
কমনওয়েলথ গেমসের ট্রায়ালে রেফারিকে ঘুষি মারায় আজীবন নিষিদ্ধ হয়েছেন এক ভারতীয় কুস্তিগির। নাম, সতীন্দর সিংহ। অভিযুক্ত এই কুস্তিগির আজীবন নিষিদ্ধ হলেও জানিয়েছেন, এই কাজের জন্য তিনি একেবারেই অনুতপ্ত নন। উল্টো আরও ক্ষোভ ঝেড়েছেন রেফারিদের ওপর...