‘দাম্ভিক’ ক্রীড়াবিদের তালিকায় আলী-ইব্রা
বলা হয়, বড় হতে হলে নাকি বিনয়ী হতে হয়। তবে সব সময় ও সবার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নাও হতে পারে। কখনো কখনো দাম্ভিকতা সফল ব্যক্তিত্বদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হয়ে উঠতে পারে। আবার একজন ব্যক্তি যে সব ক্ষেত্রে দাম্ভিক হবেন, সেটিও নয়। স্থান, কাল ও পরিবেশের ওপর নির্ভর করে একজন দাম্ভিক বা বিনয়ী হতে পারেন।