কমনওয়েলথ গেমসে খেলতে গিয়ে নিখোঁজ লঙ্কান অ্যাথলেট
গত বুধবার খবর আসে, লঙ্কান ভিলেজ থেকে নিখোঁজ হয়েছেন তিন সদস্য। এ ব্যাপারে গেমসের আয়োজক কমিটি জানিয়েছে, একজন কুস্তি, একজন জুডোকা ও একজন জুডো কোচ ভিলেজে পাওয়া যাচ্ছে না। তাঁদের এই ‘রহস্যময় অন্তর্ধান’ ঘটনার পরেই কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া বাকি লঙ্কান অ্যাথলেট ও কর্মকর্তাদের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।