পেছনের দরজা দিয়ে পালানো মেয়েটিই কাবাডিতে সেরা
রক্ষণশীল এক পরিবারে তাঁর বেড়ে ওঠা। বাবা মসজিদের ইমাম। এমন এক পরিবারের মেয়ে কি না খেলবে কাবাডি! পরিবার তো বটেই, আপত্তি এল এলাকার অনেক মানুষের কাছ থেকেও। কিন্তু কাবাডির প্রেমে মজে থাকা মেয়েটি বেছে নিল অন্য উপায়। কোচিংয়ের নাম করে পেছনের দরজা দিয়ে পালানো সেই জুলি আক্তার আজ করপোরেট নারী লিগের জয়ী দল ঢাকা