আশায় আশায় বসে আছি
না, কারও আসার আশায় নয়। কিংবা কারও টেলিফোন আসবে—এমন আশাও করি না। বসে আছি একটা পরিবর্তনের প্রত্যাশায়। সেটি কোনো কাগুজে পরিবর্তন নয়। একটা প্রকৃত অর্থবহ পরিবর্তন চাই। এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, তার ফলস্বরূপ একটা পরিবর্তন দরকার। রাষ্ট্র, রাজনীতি তথা সমগ্র আর্থ-সামাজিক ব্যবস্থাকে গণমুখী...