Ajker Patrika

ব্যবহারকারীর মুছে দেওয়া তথ্যে প্রবেশ করে ফেসবুক 

ব্যবহারকারীর মুছে দেওয়া তথ্যে প্রবেশ করে ফেসবুক 

ব্যবহারকারীদের মুছে ফেলা তথ্যে কর্মীদের প্রবেশ করতে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্লুমবার্গের প্রতিবেদনে জানা যায়, কনটেন্ট স্ক্রিনার পদে কাজ করা একজন সাবেক ফেসবুক কর্মী এমন দাবি করেছেন। 

ব্রেনান লওসন নামের ওই সাবেক কর্মীর দাবি, ২০১৮ সালের শেষ দিকে ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের মূল প্রতিষ্ঠানের একটি স্টাফ মিটিং চলাকালীন নতুন প্রোটোকল সম্পর্কে অবহিত করা হয়। সে সময় তিনি এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এরই জেরে তাঁকে বরখাস্ত করা হয় এবং ১৮ মাস ধরে বেকার ছিলেন তিনি। এর জন্য ৩ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করছেন লওসন। 

ব্রেনান লওসনের অভিযোগ অনুসারে, নতুন প্রোটোকলটি সামাজিক নেটওয়ার্কের গ্লোবাল এসকেলেশন টিমের সদস্যদের অনুমতি দিয়েছে মেসেঞ্জার অ্যাপ থেকে ডেটা পুনরুদ্ধার করার, যা ব্যবহারকারীরা মুছে ফেলেছেন। 

লওসন বলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার জন্য তিনি ‘নড়বড়ে’ অবস্থানে আছেন এবং আশঙ্কা করছিলেন বরখাস্ত হওয়ারও। শেষ পর্যন্ত তাঁকে ২০১৯ সালের জুলাই মাসে বরখাস্ত করা হয়, ফেসবুকের প্রশাসনিক নিয়ম ভঙ্গের অভিযোগে। এটি অজুহাত বলে দাবি করেন তিনি। লওসন মনে করেন, তাঁর অভিযোগের জেরেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এদিকে লওসনের অভিযোগ অনুসারে, প্রোটোকলটি ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল গোপনীয়তা নিয়ম এবং ফেডারেল ট্রেড কমিশনের আদেশ লঙ্ঘন করে। কারণ ফেসবুককে তার তথ্য সংক্রান্ত নীতিমালা সম্পর্কে ব্যবহারকারীদের সঠিকভাবে অবহিত করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...