Ajker Patrika

অবশেষে ভাগ্যের খেলায় জিতলেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবশেষে টস জিতেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। ছবি: বিসিবি
অবশেষে টস জিতেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। ছবি: বিসিবি

শূন্যে কয়েন ছুড়লেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। সফরকারী দল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ‘কল’ দিলেন। এবার ভাগ্য লিটনের পক্ষে কথা বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টসে জিতেছে বাংলাদেশ।

টানা ৯ ম্যাচ ধরে টসে পরাজিত হওয়ার হতাশা পেছনে ফেলে টি-টোয়েন্টিতে টসে জয়ের হাসি ফুটেছে লিটনের মুখে। আর সেই টস জিতে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এর আগে টানা তিন সিরিজে ৯ ম্যাচে টস হেরেছিলেন। কখনো তিনিই কয়েন ছুড়েছেন, কখনো প্রতিপক্ষ অধিনায়ক; কিন্তু ভাগ্যের খেলায় হেরেই চলেছিলেন বারবার। টানা ৯ ম্যাচ পর ঘরের মাঠ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস-ভাগ্যে জিতলেন লিটন। টস জয়ের পর চেনা লিটনের মুখে আত্মবিশ্বাসী হাসি। অধিনায়ক হিসেবে লিটন ১১ টি-টোয়েন্টিতে টস হেরেছেন, জিতেছেন ৩ টিতে। টস জয়ের আগের দুটিই বিদেশের মাঠে। দেশের মাঠে প্রথমবার টস জিতলেন লিটন।

মিরপুরের গ্যালারি আজ কানায় কানায় পূর্ণ। লিটন টস জিততেই গ্যালারি থেকে উঠল গর্জন। কদিন আগে লিটনের নেতৃত্বে শ্রীলঙ্কার মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তাঁর নেতৃত্বে গত ডিসেম্বরে ক্যারিবীয় সফরে ওয়েস্ট ইন্ডিজকেই হারিয়ে এসেছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাফল্য ধরে রাখার প্রত্যয় লিটনের।

ক্রিকেটে টস নিয়ে গল্প, কিংবা ঘটনার তো শেষ নেই। টস পুরোপুরিই ভাগ্যের ব্যাপার হলেও অনেক অধিনায়কের মনে কুসংস্কারও কাজ করে। মুদ্রা ছুড়ে মারার সময় ওপরে যে দিকটা থাকে সেটিই নাকি ওঠে! টস করার সময় অনেকেই তাই মুদ্রা ঢেকে বা খাঁড়া করে ছুড়ে মারেন। অনেক অধিনায়ক এসব সংস্কার মানেন না। লিটন কোনো সংস্কার মানেন কি না কে জানে!

টি-টোয়েন্টিতে টস জিতে ভালো উইকেটে সাধারণত আগে ব্যাটিংই নেওয়ার কথা। কিন্তু আজ বাংলাদেশ অধিনায়ক ফিল্ডিং নিয়েছেন মিরপুরের উইকেট আর কন্ডিশন বিবেচনা করেই। টস জিতেছে বাংলাদেশ, এবার ম্যাচটা জেতার অপেক্ষায় স্বাগতিকেরা। শুরুটাও মন্দ নয়, পাওয়ার প্লেতে ৫ ওভারের মধ্যে বাংলাদেশ ফেলে দিয়েছে পাকিস্তানের ৩ উইকেট। ৪.৫ ওভার শেষে তাদের রান ৩ উইকেটে ৪০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত