নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১৭ মে থেকে পুনরায় শুরু হবে পিএসএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। পিএসএল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ তাতে সাংঘর্ষিক হয়েছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। ২৭ মে, ২৯ মে ও ১ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ফয়সালাবাদ। আর শেষ দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ জুন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যদিও পাকিস্তান সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এ পরিস্থিতিতে সিরিজ খেলতে পাকিস্তানে যেতে বাংলাদেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিতে হবে অনুমতি। বিসিবি অনুমতির বাইরে গিয়ে পাকিস্তান সফর করবে না বলেই জানা গেছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সূচি দিয়ে বিসিবিকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে পারে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল আগামীকাল সকাল ১০টা ও সন্ধ্যা ৭টার ফ্লাইটে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। ক্রিকেটার-কোচিং স্টাফসহ পুরো বহরের জন্য বিমানের টিকিট কাটা হয়েছে এভাবেই। আরব আমিরাত সিরিজ শেষে দল দেশে ফিরবে ২০ মে। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আমিরাত।
টানা কদিন পাল্টাপাল্টি সংঘর্ষের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত রাতে স্থগিত আইপিএলের নতুন সূচি প্রকাশ করেছে। ১৭ মে থেকে ৩ জুন পর্যন্ত হবে টুর্নামেন্টের বাকি ১৭ ম্যাচ।
আরও পড়ুন:
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১৭ মে থেকে পুনরায় শুরু হবে পিএসএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ মে। আর বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। পিএসএল, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ তাতে সাংঘর্ষিক হয়েছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। ২৭ মে, ২৯ মে ও ১ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ফয়সালাবাদ। আর শেষ দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ জুন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যদিও পাকিস্তান সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এ পরিস্থিতিতে সিরিজ খেলতে পাকিস্তানে যেতে বাংলাদেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিতে হবে অনুমতি। বিসিবি অনুমতির বাইরে গিয়ে পাকিস্তান সফর করবে না বলেই জানা গেছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সূচি দিয়ে বিসিবিকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে পারে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল আগামীকাল সকাল ১০টা ও সন্ধ্যা ৭টার ফ্লাইটে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। ক্রিকেটার-কোচিং স্টাফসহ পুরো বহরের জন্য বিমানের টিকিট কাটা হয়েছে এভাবেই। আরব আমিরাত সিরিজ শেষে দল দেশে ফিরবে ২০ মে। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আমিরাত।
টানা কদিন পাল্টাপাল্টি সংঘর্ষের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত রাতে স্থগিত আইপিএলের নতুন সূচি প্রকাশ করেছে। ১৭ মে থেকে ৩ জুন পর্যন্ত হবে টুর্নামেন্টের বাকি ১৭ ম্যাচ।
আরও পড়ুন:
রাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
১ মিনিট আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪০ মিনিট আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
১ ঘণ্টা আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
২ ঘণ্টা আগে