Ajker Patrika

মিরপুরে পাকিস্তান সিরিজে কী কী নিয়ম মানতে হবে দর্শকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে পাকিস্তান সিরিজ দেখতে মাঠে দর্শকদের কড়া শর্ত দিয়েছে বিসিবি। ফাইল ছবি
মিরপুরে পাকিস্তান সিরিজ দেখতে মাঠে দর্শকদের কড়া শর্ত দিয়েছে বিসিবি। ফাইল ছবি

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শকদের প্রবেশে যে সব শর্ত মানতে হবে, দেখা নেওয়া যাক।

  • স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডের ভেতরে নিম্নলিখিত জিনিসপত্র নিষিদ্ধ: আগ্নেয়াস্ত্র, লেজার পয়েন্টার, ফ্লেয়ার, বিস্ফোরক, আতশবাজি, ম্যাচ/লাইটার, সিগারেট, ভিডিও ক্যামেরা, পেশাদার স্টিল ক্যামেরা, লাঠিসহ পতাকা, ভুভুজেলা, আয়না, ছুরি, ক্যান, ক্যাপ বা কর্কযুক্ত সব ধরনের বোতল, কাচের বোতল, বাঁশি, এবং অন্য যে কোনো জিনিস যা তালিকাভুক্ত নয় কিন্তু নিরাপত্তা কর্মীদের দ্বারা খেলোয়াড়, দর্শকদের জন্য বিপজ্জনক/হুমকিস্বরূপ বলে বিবেচিত হয়।
  • দর্শক যদি খেলার মাঠের ও দর্শক গ্যালারির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, হুমকিস্বরূপ মনে হয় অথবা দর্শকসাধারণের জন্য উপদ্রব সৃষ্টিকারী হয়, তাহলে বিসিবি ওই দর্শককে প্রবেশে বাধা দেওয়া ও গ্যলারিতে প্রবেশ করে থাকলে বের করে দেবে।
  • বাইরের থেকে খাবার ও পানীয় নেওয়া যাবে তবে তা নিরাপত্তা কর্মীরা যে কোনো ভাবেই নিরাপত্তা তল্লাশি করার অধিকার রাখে ও তল্লাশি সাপেক্ষে তা প্রবেশের অনুমতি পাবে অন্যথায় নয়।
  • স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অননুমোদিত কোনো প্রকার ব্র্যান্ডিং নিষিদ্ধ।
  • ক্রিকেটে দুর্নীতিমূলক যে কোনো প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করতে বিসিবি তার ক্ষমতায় থাকা প্রতিটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ও দোষী কে আইনের কাছে সোপর্দ করার অধিকার রাখে।
  • স্টেডিয়াম প্রাঙ্গণে যে কোনো ধরনের বাজি নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য।
  • বাজি বা এ ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের নিকট এই ধরনের কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে।
  • স্টেডিয়ামের সব গ্যালারিতে ধূমপান নিষিদ্ধ।
  • প্রতিটি দর্শক আইসিসির বৈষম্যবিরোধী নীতি মেনে চলতে বাধ্য। ব্যত্যয়ে স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার অপরাধ বলে গণ্য হবে।
  • কেউ যদি ভাষা, অঙ্গভঙ্গি, অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে জাতি, ধর্ম, সংস্কৃতি, বর্ণ, বংশ, জাতীয়তা, জাতিগত উৎস, লিঙ্গ, যৌন অভিমুখিতা, অক্ষমতা, বৈবাহিক অবস্থা অথবা মাতৃত্বের অবস্থার ভিত্তিতে অন্য কোনো ব্যক্তিকে (খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা বা দর্শকসহ) অপমান, ভয় দেখানো/হুমকি দেওয়া, অবমাননা করা বা অপমান করার সম্ভাবনা প্রদর্শন প্রতীয়মান হয়, এই কাজকে স্টেডিয়াম থেকে বহিষ্কার এবং ফৌজদারি মামলা যোগ্য অপরাধ বলে বিবেচিত করা হবে।

এ বছরের শুরুতে বিপিএল চলাকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব আল হাসানের নামসংবলিত একটি প্ল্যাকার্ড নিয়ে দর্শকেরা প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন। রাজনৈতিক কারণে বর্তমানে দেশে না থাকলেও সাকিব বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার এবং দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্বকারী তারকা। সেই পরিপ্রেক্ষিতে কদিন আগে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল, বাংলাদেশ-পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজে যদি দর্শকেরা সাকিব কিংবা অন্য কোনো সাবেক ক্রিকেটারের ছবি বা ক্রিকেটারকে নিয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে মাঠে আসেন, তবে বিসিবি কি প্রতিক্রিয়া জানাবে? এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো উদ্যোগে তাদের আপত্তি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত