Ajker Patrika

কেন অনুশীলন করা হলো না বাংলাদেশের

আপডেট : ১৮ জুন ২০২৪, ২১: ৫২
কেন অনুশীলন করা হলো না বাংলাদেশের

গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে বাংলাদেশ উঠে গেছে বিশ্বকাপের সুপার এইটে। সেন্ট ভিনসেন্ট থেকে গতকালই নাজমুল হোসেন শান্তরা চলে গেছেন অ্যান্টিগায়। তবে বাংলাদেশ দলের অনুশীলনে বাদ সেধেছে অ্যান্টিগার আবহাওয়া। 

সুপার এইটের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। অ্যান্টিগায় অবস্থানরত আজকের পত্রিকার প্রতিনিধি রানা আব্বাস জানিয়েছেন, রিক্রিয়েশনাল গ্রাউন্ডে আজ সকালে বাংলাদেশের অনুশীলন করার কথা ছিল। দলের প্রায় সব ক্রিকেটারই ছিলেন। সময়মতো এলেও বৃষ্টির বাধায় অনুশীলন করা হয়নি। শেষ পর্যন্ত অনুশীলন বাতিল করে টিম হোটেলে ফিরে যেতে হয়েছে শান্ত-লিটন দাসদের। তবে সন্ধ্যায় মূল ভেন্যু স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলন করার কথা। বৃষ্টি বাগড়া না দিলে সেখানে ফিল্ডিং ঝালিয়ে নেবে বাংলাদেশ। 

বাংলাদেশ দল অ্যান্টিগাতে নেমেই পেয়েছে বৃষ্টির দেখা। আকাশে সব সময়ই মেঘ দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ঠিকঠাক হবে কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। তবে এখনো অনুশীলন করতে পারেননি শান্ত-সাকিব আল হাসানরা। 

আজ সকালের অনুশীলন মাঠের চিত্র এটি। ছবি: আজকের পত্রিকাশ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল—‘ডি’ গ্রুপের এই তিন দলকে হারিয়ে বাংলাদেশ উঠেছে সুপার এইটে। তবে সেমিফাইনালে ওঠার পথটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। একে তো বৈরী আবহাওয়া, তার ওপর বাংলাদেশকে টানা দুই দিন ক্রিকেটের দুই পরাশক্তির বিপক্ষে নামতে হচ্ছে। ২১ ও ২২ জুন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ভারত। সেন্ট ভিনসেন্টে ২৫ জুন শান্তরা খেলবেন আফগানিস্তানের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত