২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গেছে অনেক আগেই। ফ্লোরিডার লডারহিলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য স্রেফ নিয়মরক্ষার। সান্ত্বনা নিয়ে বিশ্বকাপ শেষ করতে পাকিস্তান করতে হবে ১০৭ রান।
ফ্লোরিডার লডারহিলে বৈরি আবহাওয়ায় এবারের বিশ্বকাপে এর আগে তিন ম্যাচের তিনটিই পরিত্যক্ত হয়েছে। কোনোটিতে একটা বলও মাঠে গড়ায়নি। সেখানে আজ পাকিস্তান-আয়ারল্যান্ডে ম্যাচে ভিন্ন এক লডারহিলকে দেখা গেল। আয়ারল্যান্ডের জন্যও ম্যাচটি নিয়মরক্ষার। পাকিস্তানের বিধ্বংসী বোলিংয়ে আইরিশরা আটকে গেছে ৯ উইকেটে ১০৬ রানে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অ্যান্ড্রু বলবার্নির সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে নামেন স্টার্লিং। তবে রানের খাতা খোলার আগেই জুটিটি ভেঙে যায়। ইনিংসের তৃতীয় বলে বলবার্নিকে বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। একই ওভারের পঞ্চম বলে তিন নম্বরে নামা লরকান টাকারকেও ফেরান শাহিন। ২ বলে ২ রান করা টাকার ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দী হয়েছেন।
প্রথম ওভারে শাহিনের জোড়া ধাক্কা সামলাতে না সামলাতে আবার ধাক্কা খায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্টার্লিংকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মোহাম্মদ আমির। শাহিন-আমিরের পর্যায়বৃত্ত আক্রমণ যেন চলতে থাকে লডারহিলে। তৃতীয় ওভারের শেষ বলে হ্যারি টেক্টরকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শাহিন। টেক্টর ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে হাল ধরার চেষ্টা করছিলেন জর্জ ডকরেল ও কার্টিস ক্যাম্ফার। তবে পঞ্চম উইকেট জুটিতে ক্যাম্ফার-ডকরেলের জুটির অবদান ১৬ বলে ১৩ রানের। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ডকরেলকে কট এন্ড বোল্ড করেন আমির। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) আয়ারল্যান্ড শেষ করেছে ৫ উইকেটে ৩২ রানে।
পাওয়ার প্লে শেষ হতে না হতেই আয়ারল্যান্ড হারায় ষষ্ঠ উইকেট। সপ্তম ওভারের চতুর্থ বলে কাম্ফারকে ফেরান হারিস রউফ। ১৪ বলে ১ চারে ৭ রান করেন কাম্ফার। আইরিশদের স্কোর হয়ে যায় ৬.৪ ওভারে ৬ উইকেটে ৩২ রান। বিপদে পড়া আয়ারল্যান্ড যেন এরপর কিছুটা হলেও আলোর দিশা পায় মার্ক অ্যাডাইর ও গ্যারেথ ডেলানির জুটিতে। সপ্তম উইকেটে অ্যাডাইর ও ডেলানি জুটি বেঁধে যোগ করেন ৩০ বলে ৪৪ রান। ১২ তম ওভারের তৃতীয় বলে ডেলানিকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমাদ ওয়াসিম। ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন ডেলানি।
আয়ারল্যান্ডের সপ্তম উইকেটের জুটি ভাঙার পর ইমাদ দ্রুত ফেরান অ্যাডাইর ও ব্যারি ম্যাকার্থিকে। উইকেট নেওয়ার পাশাপাশি বোলিংয়ে দারুণ কিপ্টেমির পরিচয় দেন ইমাদ। ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। পাকিস্তানের বাহাতি স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা আইরিশদের স্কোর হয়ে যায় ১৪ ওভারে ৯ উইকেটে ৮০ রান। বেন হোয়াইট ও জশ লিটল দশম উইকেটে ৩৬ বলে ২৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। তাতেই মূলত আইরিশরা ১০০ পেরিয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গেছে অনেক আগেই। ফ্লোরিডার লডারহিলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য স্রেফ নিয়মরক্ষার। সান্ত্বনা নিয়ে বিশ্বকাপ শেষ করতে পাকিস্তান করতে হবে ১০৭ রান।
ফ্লোরিডার লডারহিলে বৈরি আবহাওয়ায় এবারের বিশ্বকাপে এর আগে তিন ম্যাচের তিনটিই পরিত্যক্ত হয়েছে। কোনোটিতে একটা বলও মাঠে গড়ায়নি। সেখানে আজ পাকিস্তান-আয়ারল্যান্ডে ম্যাচে ভিন্ন এক লডারহিলকে দেখা গেল। আয়ারল্যান্ডের জন্যও ম্যাচটি নিয়মরক্ষার। পাকিস্তানের বিধ্বংসী বোলিংয়ে আইরিশরা আটকে গেছে ৯ উইকেটে ১০৬ রানে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অ্যান্ড্রু বলবার্নির সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে নামেন স্টার্লিং। তবে রানের খাতা খোলার আগেই জুটিটি ভেঙে যায়। ইনিংসের তৃতীয় বলে বলবার্নিকে বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। একই ওভারের পঞ্চম বলে তিন নম্বরে নামা লরকান টাকারকেও ফেরান শাহিন। ২ বলে ২ রান করা টাকার ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দী হয়েছেন।
প্রথম ওভারে শাহিনের জোড়া ধাক্কা সামলাতে না সামলাতে আবার ধাক্কা খায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্টার্লিংকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মোহাম্মদ আমির। শাহিন-আমিরের পর্যায়বৃত্ত আক্রমণ যেন চলতে থাকে লডারহিলে। তৃতীয় ওভারের শেষ বলে হ্যারি টেক্টরকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শাহিন। টেক্টর ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে হাল ধরার চেষ্টা করছিলেন জর্জ ডকরেল ও কার্টিস ক্যাম্ফার। তবে পঞ্চম উইকেট জুটিতে ক্যাম্ফার-ডকরেলের জুটির অবদান ১৬ বলে ১৩ রানের। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ডকরেলকে কট এন্ড বোল্ড করেন আমির। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) আয়ারল্যান্ড শেষ করেছে ৫ উইকেটে ৩২ রানে।
পাওয়ার প্লে শেষ হতে না হতেই আয়ারল্যান্ড হারায় ষষ্ঠ উইকেট। সপ্তম ওভারের চতুর্থ বলে কাম্ফারকে ফেরান হারিস রউফ। ১৪ বলে ১ চারে ৭ রান করেন কাম্ফার। আইরিশদের স্কোর হয়ে যায় ৬.৪ ওভারে ৬ উইকেটে ৩২ রান। বিপদে পড়া আয়ারল্যান্ড যেন এরপর কিছুটা হলেও আলোর দিশা পায় মার্ক অ্যাডাইর ও গ্যারেথ ডেলানির জুটিতে। সপ্তম উইকেটে অ্যাডাইর ও ডেলানি জুটি বেঁধে যোগ করেন ৩০ বলে ৪৪ রান। ১২ তম ওভারের তৃতীয় বলে ডেলানিকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমাদ ওয়াসিম। ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন ডেলানি।
আয়ারল্যান্ডের সপ্তম উইকেটের জুটি ভাঙার পর ইমাদ দ্রুত ফেরান অ্যাডাইর ও ব্যারি ম্যাকার্থিকে। উইকেট নেওয়ার পাশাপাশি বোলিংয়ে দারুণ কিপ্টেমির পরিচয় দেন ইমাদ। ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। পাকিস্তানের বাহাতি স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা আইরিশদের স্কোর হয়ে যায় ১৪ ওভারে ৯ উইকেটে ৮০ রান। বেন হোয়াইট ও জশ লিটল দশম উইকেটে ৩৬ বলে ২৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। তাতেই মূলত আইরিশরা ১০০ পেরিয়েছে।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
২ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
২ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৩ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৪ ঘণ্টা আগে