Ajker Patrika

ঢাকায় ভারত-শ্রীলঙ্কার সভা বয়কট নিয়ে বিসিবি যা বলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় হওয়ার কথা রয়েছে এসিসির সভা। ফাইল ছবি
ঢাকায় হওয়ার কথা রয়েছে এসিসির সভা। ফাইল ছবি

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড এই বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির অবশ্য ‘বর্জনে’র তথ্যে আপত্তি আছে।

বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘বয়কটের কথা কীভাবে আসছে, বুঝতে পারছি না। আমরাও তো অনেক জায়গায় শারীরিকভাবে যাই না; অনলাইনে, ভার্চুয়ালি যোগ দিই। কেউ যদি শারীরিকভাবে না আসতে পারে, তারাও একইভাবে যোগ দিতে পারে। আর এটা আমাদের কোনো বিষয়ই না। কারণ সভাটা আমরা ডাকিনি। ডেকেছে এসিসি। সম্পূর্ণ এসিসির বিষয়।’

ইন্ডিয়া টুডেকে নাকি বিসিসিআইয়ের শীর্ষপর্যায়ের সূত্র জানিয়েছে, ঢাকায় এসিসির এজিএম হলে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত তারা এসিসি ও পিসিবি প্রধান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও সভা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এসিসির বৈঠকের ভেন্যু নিয়ে এ তিন ক্রিকেট বোর্ডেরও নাকি আপত্তি আছে।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান মিঠুর দাবি, সভা নিয়ে এখনো সব ঠিকঠাক আছে, ‘এখন পর্যন্ত যা বলার মিডিয়াই বলছে। আমাদের কাছে যে তথ্য আছে, সবাই যোগ দেবে। আমরাও উপস্থিত থাকব।’

সিঙ্গাপুরে চলমান আইসিসির সভা শেষে সোম-মঙ্গলবারের মধ্যে ঢাকায় আসার কথা এসিসির শীর্ষ কর্মকর্তাদের। ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচও শেরেবাংলা স্টেডিয়ামে দেখার কথা পিসিবি চেয়ারম্যান নাকভির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত