নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সফরে যাচ্ছেন না পেসার নাহিদ রানা, ফিটনেস ট্রেইনার নাথান ক্যালি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। তবে তাঁদের সফরে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নিয়েছে বিসিবি।
একদিন আগেই দুবাই থেকে ফিরেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আজ বিসিবির মিডিয়া সেন্টারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘দুবাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই তিনজন—একজন ক্রিকেটার (নাহিদ রানা) এবং দুজন কোচিং স্টাফ নাথান ক্যালি ও জেমস প্যামেন্ট সফরে যেতে আগ্রহ দেখাননি। তাই তারা যাচ্ছেন না। প্রধান কোচসহ বাকি সবাই সফরের জন্য রাজি।’
এর আগে বিসিবি জানিয়েছিল যুদ্ধ বন্ধের পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক হলে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফদের মতামত নিয়ে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কেউ যেতে না চাইলে তাঁর ওপর কোনো চাপ প্রয়োগ করা হবে না। দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় তাই বিসিবি শীর্ষ কর্তারা সফরের যাওয়া নিয়ে কাউকে কোনো চাপ দেননি।
পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফাহিম বলেন, ‘আমি নিজে চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তানে গিয়েছিলাম। সেসময় তারা প্রেসিডেনশিয়াল নিরাপত্তা দিয়েছে, যা খুবই কঠোর। আমার মনে হয়, এমন নিরাপত্তার পর শঙ্কার তেমন কিছু থাকার কথা নয়। তারপরও পিসিবি সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন—প্রয়োজনে আরও বাড়তি নিরাপত্তা দেবে।’
বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে বিসিবি আলাদা একটি লিয়াজোঁ নিরাপত্তা দল পাকিস্তানে পাঠাবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিজস্ব একটি নিরাপত্তা দল বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছি, যারা পুরো সিরিজে দলের সঙ্গে থাকবে।’
নাহিদ রানার পরিবর্তে কোনো বদলি পেসার যুক্ত করা হবে না বলেও নিশ্চিত করেন ফাহিম, ‘আমরা ৫ ম্যাচ (খেলব) ভেবে অতিরিক্ত পেসার রেখে স্কোয়াড ঘোষণা করেছিলাম। কিন্তু এখন ম্যাচ সংখ্যা তিনে নেমে আসায় নাহিদের পরিবর্তে নতুন কাউকে যুক্ত করার দরকার মনে করছি না। মোস্তাফিজ আইপিএল শেষ করে (যত দিন এনওসি রয়েছে) দলের সঙ্গে পাকিস্তানে যোগ দেবেন।’
এদিকে দুপুরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে। ২৮ মে, ৩০ মে ও ১ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
সিরিজ ছোট হওয়া নিয়ে ফাহিম বলেন, ‘সামনে ঈদ আছে, ক্রিকেটাররা চাচ্ছে ঈদের আগে দেশে ফিরে যেতে। তা ছাড়া সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে তারা পাকিস্তানে দীর্ঘ সময় অবস্থান করতেও চাইছে না। ক্রিকেটারদের অনুরোধে আমরা পিসিবিকে সূচি সংক্ষিপ্ত করার প্রস্তাব দিয়েছিলাম, যা তারা মেনে নিয়েছে।’
পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সফরে যাচ্ছেন না পেসার নাহিদ রানা, ফিটনেস ট্রেইনার নাথান ক্যালি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। তবে তাঁদের সফরে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নিয়েছে বিসিবি।
একদিন আগেই দুবাই থেকে ফিরেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আজ বিসিবির মিডিয়া সেন্টারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘দুবাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই তিনজন—একজন ক্রিকেটার (নাহিদ রানা) এবং দুজন কোচিং স্টাফ নাথান ক্যালি ও জেমস প্যামেন্ট সফরে যেতে আগ্রহ দেখাননি। তাই তারা যাচ্ছেন না। প্রধান কোচসহ বাকি সবাই সফরের জন্য রাজি।’
এর আগে বিসিবি জানিয়েছিল যুদ্ধ বন্ধের পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক হলে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফদের মতামত নিয়ে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কেউ যেতে না চাইলে তাঁর ওপর কোনো চাপ প্রয়োগ করা হবে না। দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় তাই বিসিবি শীর্ষ কর্তারা সফরের যাওয়া নিয়ে কাউকে কোনো চাপ দেননি।
পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফাহিম বলেন, ‘আমি নিজে চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তানে গিয়েছিলাম। সেসময় তারা প্রেসিডেনশিয়াল নিরাপত্তা দিয়েছে, যা খুবই কঠোর। আমার মনে হয়, এমন নিরাপত্তার পর শঙ্কার তেমন কিছু থাকার কথা নয়। তারপরও পিসিবি সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন—প্রয়োজনে আরও বাড়তি নিরাপত্তা দেবে।’
বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে বিসিবি আলাদা একটি লিয়াজোঁ নিরাপত্তা দল পাকিস্তানে পাঠাবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিজস্ব একটি নিরাপত্তা দল বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছি, যারা পুরো সিরিজে দলের সঙ্গে থাকবে।’
নাহিদ রানার পরিবর্তে কোনো বদলি পেসার যুক্ত করা হবে না বলেও নিশ্চিত করেন ফাহিম, ‘আমরা ৫ ম্যাচ (খেলব) ভেবে অতিরিক্ত পেসার রেখে স্কোয়াড ঘোষণা করেছিলাম। কিন্তু এখন ম্যাচ সংখ্যা তিনে নেমে আসায় নাহিদের পরিবর্তে নতুন কাউকে যুক্ত করার দরকার মনে করছি না। মোস্তাফিজ আইপিএল শেষ করে (যত দিন এনওসি রয়েছে) দলের সঙ্গে পাকিস্তানে যোগ দেবেন।’
এদিকে দুপুরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে। ২৮ মে, ৩০ মে ও ১ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
সিরিজ ছোট হওয়া নিয়ে ফাহিম বলেন, ‘সামনে ঈদ আছে, ক্রিকেটাররা চাচ্ছে ঈদের আগে দেশে ফিরে যেতে। তা ছাড়া সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে তারা পাকিস্তানে দীর্ঘ সময় অবস্থান করতেও চাইছে না। ক্রিকেটারদের অনুরোধে আমরা পিসিবিকে সূচি সংক্ষিপ্ত করার প্রস্তাব দিয়েছিলাম, যা তারা মেনে নিয়েছে।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১১ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
১২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
১৩ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১৩ ঘণ্টা আগে