দলের প্রথম সাত ম্যাচে একাদশে ঢোকার সুযোগই হয়নি পেসার চেতন সাকারিয়ার। দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ম্যাচে নেমেই অ্যারন ফিঞ্চের উইকেট উপড়ে দিয়ে জায়গা করে নেন পরের ম্যাচেও।
মোস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরদের নিয়ে দিল্লির বোলিং লাইনআপটা বেশ শক্তিশালীই। স্কোয়াডের বাইরে লুঙ্গি এনগিডি, এনরিখ নর্তিয়েদের মতো পেসাররা। সাকারিয়ার অন্তর্ভুক্তির সেই লাইনআপের বৈচিত্র্য বাড়িয়েছে।
দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত ও কোচ রিকি পন্টিংকে নিয়ে এনডিটিভির সঙ্গে কথা বলেছেন মোস্তাফিজ সতীর্থ সাকারিয়া। কোচ-অধিনায়ক দুজনকে নিয়েই প্রশংসায় পঞ্চমুখ বাঁহাতি এই পেসার।
কোচ রিকি পন্টিংকে নিয়ে সাকারিয়া বলেছেন, ‘এই দলের সঙ্গে অনেক দিন থেকেই আছি। রিকি পন্টিংয়ের বিষয়গুলো নিয়ে আমি হতবাক। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, দেখা যাবে পন্টিং কিছু একটা নিয়ে মজা করে পরিস্থিতিকে হালকা করে দিচ্ছেন। ম্যাচের আগে তিনি ব্যক্তিগতভাবে সবার সঙ্গেই কথা বলেন। তিনি সব খেলোয়াড়কে আলাদাভাবে ম্যাচের আগে উজ্জীবিত করেন।’
অধিনায়ক ঋষভ পন্তকে নিয়েও আছে সাকারিয়ার মুগ্ধতা। জানালেন দলের ভালো-মন্দ সবদিকেই খেয়াল পন্তের, ‘ঋষভ ভাই খুবই ঠান্ডা মানুষ। সব চাপ-দায়িত্ব একাই কাঁধে নিয়ে নেন। চাপের সময় পুরো দলের ভার তিনি একাই বয়ে বেড়ান। দলের যখন কেউ ভালো করে তিনি সেই খেলোয়াড়ের খুব প্রশংসা করেন। আর কেউ খারাপ করলে সবার আগে তিনিই হাত তুলে বলেন সব দোষ তার। দলকে ঝামেলায় পড়তে দেন না।’
দলের প্রথম সাত ম্যাচে একাদশে ঢোকার সুযোগই হয়নি পেসার চেতন সাকারিয়ার। দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ম্যাচে নেমেই অ্যারন ফিঞ্চের উইকেট উপড়ে দিয়ে জায়গা করে নেন পরের ম্যাচেও।
মোস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরদের নিয়ে দিল্লির বোলিং লাইনআপটা বেশ শক্তিশালীই। স্কোয়াডের বাইরে লুঙ্গি এনগিডি, এনরিখ নর্তিয়েদের মতো পেসাররা। সাকারিয়ার অন্তর্ভুক্তির সেই লাইনআপের বৈচিত্র্য বাড়িয়েছে।
দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত ও কোচ রিকি পন্টিংকে নিয়ে এনডিটিভির সঙ্গে কথা বলেছেন মোস্তাফিজ সতীর্থ সাকারিয়া। কোচ-অধিনায়ক দুজনকে নিয়েই প্রশংসায় পঞ্চমুখ বাঁহাতি এই পেসার।
কোচ রিকি পন্টিংকে নিয়ে সাকারিয়া বলেছেন, ‘এই দলের সঙ্গে অনেক দিন থেকেই আছি। রিকি পন্টিংয়ের বিষয়গুলো নিয়ে আমি হতবাক। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, দেখা যাবে পন্টিং কিছু একটা নিয়ে মজা করে পরিস্থিতিকে হালকা করে দিচ্ছেন। ম্যাচের আগে তিনি ব্যক্তিগতভাবে সবার সঙ্গেই কথা বলেন। তিনি সব খেলোয়াড়কে আলাদাভাবে ম্যাচের আগে উজ্জীবিত করেন।’
অধিনায়ক ঋষভ পন্তকে নিয়েও আছে সাকারিয়ার মুগ্ধতা। জানালেন দলের ভালো-মন্দ সবদিকেই খেয়াল পন্তের, ‘ঋষভ ভাই খুবই ঠান্ডা মানুষ। সব চাপ-দায়িত্ব একাই কাঁধে নিয়ে নেন। চাপের সময় পুরো দলের ভার তিনি একাই বয়ে বেড়ান। দলের যখন কেউ ভালো করে তিনি সেই খেলোয়াড়ের খুব প্রশংসা করেন। আর কেউ খারাপ করলে সবার আগে তিনিই হাত তুলে বলেন সব দোষ তার। দলকে ঝামেলায় পড়তে দেন না।’
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
৯ মিনিট আগেরানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
১ ঘণ্টা আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
২ ঘণ্টা আগে