নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের সাত দল নিশ্চিত ছিল আগেই। অপেক্ষা ছিল ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দলটির, যেখানে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। আজ নেপালের বিপক্ষে জয় ও শ্রীলঙ্কার কাছে নেদারল্যান্ডস হেরে যাওয়ায় নাজমুল হোসেন শান্তর দলই সুপার এইটের শেষ টিকিট কাটল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি গ্রুপে চারটি দল করে সুপার এইট করেছে আইসিসি। গ্রুপ-১-এ বাংলাদেশের সঙ্গে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। গ্রুপ-১-এ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
আগামী পরশু যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে সুপার এইটের খেলা। এই রাউন্ডে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার (২১ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে। অ্যান্টিগায় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। অজিদের বিপক্ষে খেলার পর বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। পর দিনই শান্তরা খেলবেন আরেক শক্তিশালী দল ভারতের বিপক্ষে।
শারীরিক ধকল কাটিয়ে ওঠা কিংবা ভারত ম্যাচের ফলের ওপর খুব বেশি চিন্তা করে পরের ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এ ছাড়া টানা দুই দিন ম্যাচ আছে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের।
আগামী ২২ জুন বাংলাদেশ-ভারত ম্যাচও হবে অ্যান্টিগায়। এই ম্যাচ শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। ২৫ জুন সুপার এইটে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে, যারা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট উঠেছে। কিংসটাউনে ম্যাচটি শুরু হবে ভোর ৬টা ৩০ মিনিটে।
এক নজরে সুপার এইট
গ্রুপ ১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ।
গ্রুপ ২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রি আফ্রিকা।
সুপার এইটে বাংলাদেশের খেলার সময়-সূচি
২১ জুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (অ্যান্টিগা, সকাল ৬.৩০ মিনিট)
২২ জুন: বাংলাদেশ-ভারত (অ্যান্টিগা, রাত ৮.৩০ মিনিট)
২৫ জুন: বাংলাদেশ-আফগানিস্তান (কিংসটাউন, সকাল ৬.৩০ মিনিট)
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের সাত দল নিশ্চিত ছিল আগেই। অপেক্ষা ছিল ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দলটির, যেখানে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। আজ নেপালের বিপক্ষে জয় ও শ্রীলঙ্কার কাছে নেদারল্যান্ডস হেরে যাওয়ায় নাজমুল হোসেন শান্তর দলই সুপার এইটের শেষ টিকিট কাটল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি গ্রুপে চারটি দল করে সুপার এইট করেছে আইসিসি। গ্রুপ-১-এ বাংলাদেশের সঙ্গে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। গ্রুপ-১-এ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
আগামী পরশু যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে সুপার এইটের খেলা। এই রাউন্ডে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার (২১ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে। অ্যান্টিগায় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। অজিদের বিপক্ষে খেলার পর বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। পর দিনই শান্তরা খেলবেন আরেক শক্তিশালী দল ভারতের বিপক্ষে।
শারীরিক ধকল কাটিয়ে ওঠা কিংবা ভারত ম্যাচের ফলের ওপর খুব বেশি চিন্তা করে পরের ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এ ছাড়া টানা দুই দিন ম্যাচ আছে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের।
আগামী ২২ জুন বাংলাদেশ-ভারত ম্যাচও হবে অ্যান্টিগায়। এই ম্যাচ শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। ২৫ জুন সুপার এইটে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে, যারা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট উঠেছে। কিংসটাউনে ম্যাচটি শুরু হবে ভোর ৬টা ৩০ মিনিটে।
এক নজরে সুপার এইট
গ্রুপ ১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ।
গ্রুপ ২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রি আফ্রিকা।
সুপার এইটে বাংলাদেশের খেলার সময়-সূচি
২১ জুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (অ্যান্টিগা, সকাল ৬.৩০ মিনিট)
২২ জুন: বাংলাদেশ-ভারত (অ্যান্টিগা, রাত ৮.৩০ মিনিট)
২৫ জুন: বাংলাদেশ-আফগানিস্তান (কিংসটাউন, সকাল ৬.৩০ মিনিট)
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
২ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
২ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৩ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৪ ঘণ্টা আগে