Ajker Patrika

মিরাজ-খালেদের আঘাতের পর সেন্ট লুসিয়ায় বৃষ্টির বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুন ২০২২, ২২: ২৪
মিরাজ-খালেদের আঘাতের পর সেন্ট লুসিয়ায় বৃষ্টির বাধা

সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের লিড বাড়ানোর পথে হানা দিয়েছে বৃষ্টি। তৃতীয় দিনের খেলার ১০ ওভার পর বৃষ্টির বাধায় বন্ধ রয়েছে খেলা। আগের দিনের সঙ্গে এই সময়ে ৩৬ রান তুলেছে ক্যারিবিয়ানরা। এ জন্য হারাতে হয়েছে দুই উইকেট। ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৭৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে তারা এগিয়ে গেছে ১৪২ রানে। 

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেটের পর শেষ দুই সেশনে আর মাত্র এক উইকেট নিতে পারেন বাংলাদেশ বোলাররা। তৃতীয় দিনের শুরুতে অবশ্য দ্রুতই দুই উইকেট তুলে নেয় সফরকারীরা। এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টি হচ্ছে। প্রথমে হালকা থেকে বৃষ্টির দাপট ক্রমেই হয়েছে তীব্র। সেন্ট লুসিয়ায় আজ সারা দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের গলারকাঁটা হয়ে এখনো টিকে আছেন কাইল মেয়ার্স। আগের দিন জশুয়া ডি সিলভার সঙ্গে মেয়ার্সের জুটি অবিচ্ছন্ন ছিল ৯৬ রানে। 

আজ আর কোনো রান যোগ না করতে দিয়ে ডি সিলভাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অফ স্পিনারের ফুলার লেংথের বলে সুইপ করতে গিয়ে ২৯ রানে এলবিডব্লিউ হন ডি সিলভা। আলজেরি জোসেফকে নিয়ে আরেকটি জুটির আভাস দেন মেয়ার্স। তবে এবার জুটি ভাঙেন খালেদ আহমেদ। তাঁর তৃতীয় শিকারে পরিণত হয়ে দুজনের ১৯ রানের জুটি ভাঙলে ৬ রানে ফেরেন জোসেফ। মিড উইকেটে লিটন দাসের হাতের বন্দী হন এ লোয়ার অর্ডার ব্যাটার। 

তৃতীয় দিনেও একপ্রান্তে নিজের দাপট ধরে রেখেছেন মেয়ার্স। ১৩৯ রানে অপরাজিত আছেন তিনি। তাঁর সঙ্গী কিমার রোচ। রোচের রান ৭। দুজনের জুটি থেকে এসেছে ১৩ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত