নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সবশেষ পাকিস্তান সফরে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল। ওই সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল স্বাগতিক পাকিস্তান। বেশির ভাগ ব্যাটারই কম বল খেলে দ্রুত রান তুলেছিলেন। এমন আক্রমণাত্মক ব্যাটিং অ্যাপ্রোচ পাকিস্তানের জন্য এক ধরনের নতুন ধারা, যেটি তারা এখন আরও বেশি নিয়মিত করতে চায়।
অন্যদিকে পাকিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় নিয়ে দেশে ফেরে লিটন-তামিমরা। নিজেদের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে এবার পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ থাকতে পারে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন আজ সফরকারী অধিনায়ক সালমান আলী আঘা জানালেন, বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেটই তাঁরা খেলতে চান। তবে গুরুত্ব দেবেন তাঁরা কন্ডিশনকে।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটা অবশ্যই কন্ডিশনের ওপর নির্ভর করছে। বাংলাদেশ যেকোনো মাঠে, যেকোনো দেশে খুবই ভালো একটি দল। আর নিজেদের মাঠে তো তারা আরও বেশি শক্তিশালী। আমরা জানি এখানে আমাদের সামনে কী ধরনের চ্যালেঞ্জ আসবে। আমরা সেগুলো নিতে প্রস্তুত। এখানে এসে খেলতে পারাটা আমাদের জন্য রোমাঞ্চকর।’
টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের খেলায় ধরন বদলানোর চেষ্টা করছে পাকিস্তান। আগ্রাসী ক্রিকেট খেলাই এখন তাদের নতুন পরিকল্পনার অংশ। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই সেই পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী তারা। সালমান বলেন, ‘হ্যাঁ, আমরা আমাদের খেলার ধরন পাল্টেছি এবং এখন এই নতুন ধরনেই খেলতে চাই। তবে কন্ডিশন বোঝা সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা আগে দেখে নেব কন্ডিশন কী বলছে, তারপর সেই অনুযায়ী খেলব। যদি কন্ডিশন আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে সহায়তা করে, আমরা অবশ্যই সেইরকমই খেলব। আর যদি না করে, তাহলে কন্ডিশন যা অনুমতি দেয়, তার সঙ্গে মানিয়ে নেব।’
সালমান আরও জানান, দলের লক্ষ্য ব্যাটিংয়ে প্রতিপক্ষের তুলনায় ১০-১৫ রান বেশি করা এবং বোলিংয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখা। তাদের দলে আছে দুজন নতুন মুখ, যাদের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। এই দুজন পেসারকে নিয়ে আশাবাদী পাকিস্তান অধিনায়ক। সালমান বলেন, ‘দুজন অনভিষিক্ত ক্রিকেটার স্কোয়াডে আছে, দুজনেই পেসার। তারা খুবই রোমাঞ্চকর। তাদের স্কোয়াডে দেখে আমি খুশি। আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তাদের পারফরম্যান্স দেখার জন্য।’
সবশেষ পাকিস্তান সফরে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল। ওই সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল স্বাগতিক পাকিস্তান। বেশির ভাগ ব্যাটারই কম বল খেলে দ্রুত রান তুলেছিলেন। এমন আক্রমণাত্মক ব্যাটিং অ্যাপ্রোচ পাকিস্তানের জন্য এক ধরনের নতুন ধারা, যেটি তারা এখন আরও বেশি নিয়মিত করতে চায়।
অন্যদিকে পাকিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় নিয়ে দেশে ফেরে লিটন-তামিমরা। নিজেদের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে এবার পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ থাকতে পারে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন আজ সফরকারী অধিনায়ক সালমান আলী আঘা জানালেন, বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেটই তাঁরা খেলতে চান। তবে গুরুত্ব দেবেন তাঁরা কন্ডিশনকে।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটা অবশ্যই কন্ডিশনের ওপর নির্ভর করছে। বাংলাদেশ যেকোনো মাঠে, যেকোনো দেশে খুবই ভালো একটি দল। আর নিজেদের মাঠে তো তারা আরও বেশি শক্তিশালী। আমরা জানি এখানে আমাদের সামনে কী ধরনের চ্যালেঞ্জ আসবে। আমরা সেগুলো নিতে প্রস্তুত। এখানে এসে খেলতে পারাটা আমাদের জন্য রোমাঞ্চকর।’
টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের খেলায় ধরন বদলানোর চেষ্টা করছে পাকিস্তান। আগ্রাসী ক্রিকেট খেলাই এখন তাদের নতুন পরিকল্পনার অংশ। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই সেই পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী তারা। সালমান বলেন, ‘হ্যাঁ, আমরা আমাদের খেলার ধরন পাল্টেছি এবং এখন এই নতুন ধরনেই খেলতে চাই। তবে কন্ডিশন বোঝা সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা আগে দেখে নেব কন্ডিশন কী বলছে, তারপর সেই অনুযায়ী খেলব। যদি কন্ডিশন আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে সহায়তা করে, আমরা অবশ্যই সেইরকমই খেলব। আর যদি না করে, তাহলে কন্ডিশন যা অনুমতি দেয়, তার সঙ্গে মানিয়ে নেব।’
সালমান আরও জানান, দলের লক্ষ্য ব্যাটিংয়ে প্রতিপক্ষের তুলনায় ১০-১৫ রান বেশি করা এবং বোলিংয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখা। তাদের দলে আছে দুজন নতুন মুখ, যাদের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। এই দুজন পেসারকে নিয়ে আশাবাদী পাকিস্তান অধিনায়ক। সালমান বলেন, ‘দুজন অনভিষিক্ত ক্রিকেটার স্কোয়াডে আছে, দুজনেই পেসার। তারা খুবই রোমাঞ্চকর। তাদের স্কোয়াডে দেখে আমি খুশি। আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তাদের পারফরম্যান্স দেখার জন্য।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
৩ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
৩ ঘণ্টা আগে