১৪ মাস আগে ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনা থেকে কোনো রকমে বেঁচে ফিরেছিলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় পা হারাতে বসেছিলেন। তবে সেই দুঃস্বপ্নের সময়টা পেছনে ফেলে ফের গলফের দুনিয়ায় ফিরেছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া শীর্ষ গলফ প্রতিযোগিতা মাস্টার্সে দেখা যাবে তাঁকে। উডসের এই ফেরাকে অলৌকিকই মনে হচ্ছে অনেকের কাছে।
গাড়ি দুর্ঘটনার পর তিন মাস হুইলচেয়ারে চলা ফেরা করেছেন উডস। এমনকি তাঁর আবার গলফে ফেরাটাও অসম্ভব বলে ধরা হচ্ছিল। কিন্তু লড়াকু উডসকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত। এই সপ্তাহের শুরুতে নিজেই জানান মাস্টার্সে খেলবেন। এই টুর্নামেন্টে পাঁচবার শিরোপা জিতেছেন তিনি। এর আগে সোমবার ৬০ হাজার দর্শকের হর্ষধ্বনির মধ্যে নিজের অনুশীলনও সেরেছেন এই মার্কিন গলফ রাজা।
উডস নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘এই মুহূর্ত আমার সিদ্ধান্ত হচ্ছে, আমি খেলব। ফিরে আসাটা দারুণ ব্যাপার। আমি আবার রোমাঞ্চিত বোধ করছি।’
প্রতিযোগিতার ষষ্ঠ শিরোপা জিতে জ্যাক নিকলাউসের সঙ্গে সমতায় আসতে পারবেন কি না, জানতে চাইলে উডস বলেন, ‘আমি মনে করি, পারব। যদি আমি মনে করি কোনো ইভেন্ট জিততে পারব না, তবে সেই ইভেন্ট আমি খেলি না।’
উডসের এই ফেরাকে গলফের জন্য দারুণ এক সংবাদ বলে মনে করছেন তাঁরই প্রতিদ্বন্দ্বী গলফার রয় ম্যাকলরি। ম্যাকলরি বলেন, ‘উডসের এখানে থাকাটা দারুণ ব্যাপার। গলফ নিয়ে এমন মনোযোগ তৈরি করেছেন, যা আর কেউ পারেনি। এটা তাঁর সহকর্মীদের জন্য, সংবাদমাধ্যমের জন্য, এই গলফ ক্লাবের জন্য এবং সবার জন্য দারুণ এক সংবাদ।’
মাস্টার্সে ফিরলেও সারা বছর গলফ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন উডস। বছরের বিভিন্ন সময়ে বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন তিনি।
১৪ মাস আগে ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনা থেকে কোনো রকমে বেঁচে ফিরেছিলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় পা হারাতে বসেছিলেন। তবে সেই দুঃস্বপ্নের সময়টা পেছনে ফেলে ফের গলফের দুনিয়ায় ফিরেছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া শীর্ষ গলফ প্রতিযোগিতা মাস্টার্সে দেখা যাবে তাঁকে। উডসের এই ফেরাকে অলৌকিকই মনে হচ্ছে অনেকের কাছে।
গাড়ি দুর্ঘটনার পর তিন মাস হুইলচেয়ারে চলা ফেরা করেছেন উডস। এমনকি তাঁর আবার গলফে ফেরাটাও অসম্ভব বলে ধরা হচ্ছিল। কিন্তু লড়াকু উডসকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত। এই সপ্তাহের শুরুতে নিজেই জানান মাস্টার্সে খেলবেন। এই টুর্নামেন্টে পাঁচবার শিরোপা জিতেছেন তিনি। এর আগে সোমবার ৬০ হাজার দর্শকের হর্ষধ্বনির মধ্যে নিজের অনুশীলনও সেরেছেন এই মার্কিন গলফ রাজা।
উডস নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘এই মুহূর্ত আমার সিদ্ধান্ত হচ্ছে, আমি খেলব। ফিরে আসাটা দারুণ ব্যাপার। আমি আবার রোমাঞ্চিত বোধ করছি।’
প্রতিযোগিতার ষষ্ঠ শিরোপা জিতে জ্যাক নিকলাউসের সঙ্গে সমতায় আসতে পারবেন কি না, জানতে চাইলে উডস বলেন, ‘আমি মনে করি, পারব। যদি আমি মনে করি কোনো ইভেন্ট জিততে পারব না, তবে সেই ইভেন্ট আমি খেলি না।’
উডসের এই ফেরাকে গলফের জন্য দারুণ এক সংবাদ বলে মনে করছেন তাঁরই প্রতিদ্বন্দ্বী গলফার রয় ম্যাকলরি। ম্যাকলরি বলেন, ‘উডসের এখানে থাকাটা দারুণ ব্যাপার। গলফ নিয়ে এমন মনোযোগ তৈরি করেছেন, যা আর কেউ পারেনি। এটা তাঁর সহকর্মীদের জন্য, সংবাদমাধ্যমের জন্য, এই গলফ ক্লাবের জন্য এবং সবার জন্য দারুণ এক সংবাদ।’
মাস্টার্সে ফিরলেও সারা বছর গলফ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন উডস। বছরের বিভিন্ন সময়ে বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন তিনি।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৪ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৪ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৫ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৭ ঘণ্টা আগে