Ajker Patrika

দুই সংসদ সদস্যের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৪৪
দুই সংসদ সদস্যের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী আব্দুস সাত্তার ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি। বিবৃতিতে আব্দুস সাত্তার ভূঁইয়া ও এ কে এম শাহজাহান কামালের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পৃথক বিবৃতিতে এ কে এম শাহজাহান কামাল ও আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। বিবৃতিতে তিনি এ কে এম শাহজাহান কামাল ও আব্দুস সাত্তার ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...