Ajker Patrika

অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলার ফ্লাইট সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলার ফ্লাইট সূচি ঘোষণা

যাত্রী চাহিদা বিবেচনায় অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইট সূচি ঘোষণা করেছে। ঢাকা থেকে বর্তমানে ৭টি গন্তব্যে ৩০টি ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান সংস্থাটি। করোনাকালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। 

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে ৫ টি, যশোরে ৬ টি, সৈয়দপুরে ৭ টি, সিলেটে ৪ টি, কক্সবাজারে ২ টি, রাজশাহী ও বরিশালে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এ ছাড়া এয়ারলাইনসের বিমান বহরে আরও ৪টি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট রয়েছে, যা দিয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। 

ঢাকা থেকে চট্টগ্রামের ফ্লাইটের সময়সূচি 
ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ৭টা ৩০ মিনিট, বেলা ১০ টা, দুপুর ২ টা, বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টা ৫৫ মিনিট, বেলা ১১টা ২৫ মিনিট, বিকেল ৩টা ২৫ মিনিট, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট ও রাত ৮টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। 

ঢাকা থেকে যশোরের ফ্লাইটের সময়সূচি 
ঢাকা থেকে যশোরের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিট, সকাল ৯ টা, দুপুর ১২টা ৩০ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে। যশোর থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টা ২৫ মিনিট, বেলা ১০টা ১৫ মিনিট, দুপুর ১টা ৪৫ মিনিট, বিকেল ৪টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ও রাত ৯টা ৪০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। 

ঢাকা থেকে সৈয়দপুরের ফ্লাইটের সময়সূচি 
ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিট, বেলা ১০টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, দুপুর ১টা ৩০ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাচ্ছে সকাল ৮টা ৩৫ মিনিট, দুপুর ১২ টা, দুপুর ১ টা, বিকেল ৩ টা, বিকেল ৫ টা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টায়। 

ঢাকা থেকে সিলেটের ফ্লাইটের সময়সূচি 
ঢাকা থেকে সিলেটের উদ্দেশে সকাল ৮ টা, বেলা ১০ টা, দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায় এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশে সকাল ৯টা ২০ মিনিট, বেলা ১১টা ২০ মিনিট, দুপুর ২টা ৫০ মিনিট ও রাত ৮টা ২০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। 

ঢাকা থেকে রাজশাহীর ফ্লাইটের সময়সূচি 
ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে সকাল ৯ টা, দুপুর ২টা ও বিকেল ৪টা ৩০ মিনিটে এবং রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে সকাল ১০টা ২০ মিনিট, বিকেল ৩টা ১৫ মিনিট ও বিকাল ৫টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। 

ঢাকা থেকে বরিশালের ফ্লাইটের সময়সূচি 
ঢাকা থেকে বরিশালের উদ্দেশে সকাল ৯টা ৩০ মিনিট, দুপুর ৩টা ৩০ মিনিট ও বিকাল ৫টায় এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশে সকাল ১০টা ৪০ মিনিট, বিকেল ৪টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে। 

ঢাকা থেকে কক্সবাজারের ফ্লাইটের সময়সূচি 
এছাড়া ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ৩টা ৩০ মিনিটে এবং কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে বেলা ১১টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে ফ্লাইট উড্ডয়ন করছে। 

ঢাকা থেকে চট্টগ্রামের বিমান ভাড়া
ঢাকা থেকে চট্টগ্রামের ন্যূনতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ‘ওয়ান ওয়ে’র জন্য মোট ৩ হাজার ৪৯৯ টাকা ও রিটার্নসহ ভাড়া ৬ হাজার ৯৯৮ টাকা। 

ঢাকা থেকে কক্সবাজারের বিমান ভাড়া
ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ‘ওয়ান ওয়ে’র জন্য মোট ৪ হাজার ২৯৯ টাকা ও রিটার্নসহ ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা। 

এ ছাড়া, ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট, যশোর, রাজশাহী ও বরিশালে ন্যূনতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ‘ওয়ান ওয়ে’র জন্য ৩ হাজার ৩৯৯ টাকা আর রিটার্নসহ ভাড়া ৬ হাজার ৭৯৮ টাকা। 

যোগাযোগ 
ইউএস-বাংলা এয়ারলাইনসে অভ্যন্তরীণ রুটে ভ্রমণে যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত