শারমিন কচি, রূপ বিশেষজ্ঞ
আমরা তিনবেলাই ত্বকের যত্ন নিই।
বিশেষ করে রাতে ত্বকের যত্ন নেওয়াটা বেশি জরুরি। কারণ আমরা যখন রাতে ঘুমাই, তখনো আমাদের দেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ কাজ করে। ফলে ত্বক ভালো রাখতে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
স্নান
গরম অনুভূত হলে হালকা গরম পানি দিয়ে স্নান করে ফেললে আরাম পাওয়া যাবে। কুসুম গরম পানি ত্বক পেলব রাখে ও ত্বককে ভালোভাবে পরিষ্কার করতে সহায়তা করে। সাধারণ তাপমাত্রার পানি দিয়েও স্নান সেরে ফেলতে পারেন। স্নানের পানিতে যোগ করা যেতে পারে গোলাপজল বা ফিটকিরি। ঘুমানোর আগে স্নান করার অভ্যাস করলে ত্বক ভালো থাকে, পাশাপাশি ঘুমও ভালো হয়।
ময়েশ্চারাইজার
স্নান বা ত্বক পরিষ্কার করার পরপরই ত্বকে ময়েশ্চারাইজার লাগাতে হবে। যাঁরা দিনের বেশির ভাগ সময় শীতাতপনিয়ন্ত্রিত ঘরে থাকেন, তাঁদের একটু বেশি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। কারণ সারাক্ষণ এসির নিচে থাকলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। ফলে রাতে একটু বেশি করে ময়েশ্চারাইজার ত্বকে লাগিয়ে ঘুমাতে গেলে ত্বক সুন্দর থাকবে।
ডিপ ক্লিনজিং
সপ্তাহে দুই দিন ত্বক ডিপ ক্লিন করতে হবে। ভালো ক্লিনজার দিয়ে ত্বক ম্যাসাজ করে পরিষ্কার করে নিতে হবে। এরপর কফি ও চিনি দিয়ে ত্বক স্ক্র্যাব করতে হবে। এরপর ত্বকের উপযোগী মাস্ক লাগাতে হবে। ঘুমাতে যাওয়ার আগে মুখে শিট মাস্ক ব্যবহার করতে পারেন। বাজারে এখন শিট মাস্ক সহজলভ্য।
ত্বকের উজ্জ্বলতায়
রাতে ঘুমাতে যাওয়ার আগে টমেটোর রস মুখে কিছুক্ষণ ম্যাসাজ করে ঠান্ডা পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়। এতে বাড়ে ত্বকের জেল্লা।
চোখের নিচে কালো দাগ
চোখের স্বস্তির জন্য ও চোখের নিচে কালো দাগ দূর করতে টি-ব্যাগ ব্যবহার করা যায়। রং চা বানানোর পর টিব্যাগগুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন বা ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে তা হালকা চেপে কিছুটা পানি বের করে চোখের ওপর রেখে দিন। এতে আরাম লাগবে। কাটবে চোখের ক্লান্তি ভাব।
চাই ঠোঁটের যত্ন
ঠোঁটের কালচে ভাব দূর করতে গোলাপের পাপড়িবাটার সঙ্গে দুধের সর মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়। ঠোঁটের কালচে ভাব দূর করতে টক দইও খুব ভালো কাজ করে।
হাত ও পায়ের কোমলতায়
রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ের গোড়ালি ও ফাটা অংশে ভালো করে পেট্রোলিয়াম জেলি মেখে তারপর শুতে যেতে হবে। একটানা সাত দিন এভাবে যত্ন নিলেই পরিবর্তন চোখে পড়বে। এ ছাড়া রাতে নখ পরিষ্কার করা খুবই জরুরি। শ্যাম্পু ও ব্রাশ দিয়ে নখ ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে। এরপর অলিভ অয়েল বা ভালো কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাতে যেতে হবে।
টিপস
আমরা তিনবেলাই ত্বকের যত্ন নিই।
বিশেষ করে রাতে ত্বকের যত্ন নেওয়াটা বেশি জরুরি। কারণ আমরা যখন রাতে ঘুমাই, তখনো আমাদের দেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ কাজ করে। ফলে ত্বক ভালো রাখতে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
স্নান
গরম অনুভূত হলে হালকা গরম পানি দিয়ে স্নান করে ফেললে আরাম পাওয়া যাবে। কুসুম গরম পানি ত্বক পেলব রাখে ও ত্বককে ভালোভাবে পরিষ্কার করতে সহায়তা করে। সাধারণ তাপমাত্রার পানি দিয়েও স্নান সেরে ফেলতে পারেন। স্নানের পানিতে যোগ করা যেতে পারে গোলাপজল বা ফিটকিরি। ঘুমানোর আগে স্নান করার অভ্যাস করলে ত্বক ভালো থাকে, পাশাপাশি ঘুমও ভালো হয়।
ময়েশ্চারাইজার
স্নান বা ত্বক পরিষ্কার করার পরপরই ত্বকে ময়েশ্চারাইজার লাগাতে হবে। যাঁরা দিনের বেশির ভাগ সময় শীতাতপনিয়ন্ত্রিত ঘরে থাকেন, তাঁদের একটু বেশি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। কারণ সারাক্ষণ এসির নিচে থাকলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। ফলে রাতে একটু বেশি করে ময়েশ্চারাইজার ত্বকে লাগিয়ে ঘুমাতে গেলে ত্বক সুন্দর থাকবে।
ডিপ ক্লিনজিং
সপ্তাহে দুই দিন ত্বক ডিপ ক্লিন করতে হবে। ভালো ক্লিনজার দিয়ে ত্বক ম্যাসাজ করে পরিষ্কার করে নিতে হবে। এরপর কফি ও চিনি দিয়ে ত্বক স্ক্র্যাব করতে হবে। এরপর ত্বকের উপযোগী মাস্ক লাগাতে হবে। ঘুমাতে যাওয়ার আগে মুখে শিট মাস্ক ব্যবহার করতে পারেন। বাজারে এখন শিট মাস্ক সহজলভ্য।
ত্বকের উজ্জ্বলতায়
রাতে ঘুমাতে যাওয়ার আগে টমেটোর রস মুখে কিছুক্ষণ ম্যাসাজ করে ঠান্ডা পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়। এতে বাড়ে ত্বকের জেল্লা।
চোখের নিচে কালো দাগ
চোখের স্বস্তির জন্য ও চোখের নিচে কালো দাগ দূর করতে টি-ব্যাগ ব্যবহার করা যায়। রং চা বানানোর পর টিব্যাগগুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন বা ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে তা হালকা চেপে কিছুটা পানি বের করে চোখের ওপর রেখে দিন। এতে আরাম লাগবে। কাটবে চোখের ক্লান্তি ভাব।
চাই ঠোঁটের যত্ন
ঠোঁটের কালচে ভাব দূর করতে গোলাপের পাপড়িবাটার সঙ্গে দুধের সর মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়। ঠোঁটের কালচে ভাব দূর করতে টক দইও খুব ভালো কাজ করে।
হাত ও পায়ের কোমলতায়
রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ের গোড়ালি ও ফাটা অংশে ভালো করে পেট্রোলিয়াম জেলি মেখে তারপর শুতে যেতে হবে। একটানা সাত দিন এভাবে যত্ন নিলেই পরিবর্তন চোখে পড়বে। এ ছাড়া রাতে নখ পরিষ্কার করা খুবই জরুরি। শ্যাম্পু ও ব্রাশ দিয়ে নখ ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে। এরপর অলিভ অয়েল বা ভালো কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাতে যেতে হবে।
টিপস
বিশ্বের সাংস্কৃতিক, প্রাকৃতিক ও মানবিক ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এবার তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করেছে নতুন ২৬টি জায়গা। ফ্রান্সের প্যারিসে জুলাই মাসে অনুষ্ঠিত সংস্থাটির ৪৭ তম অধিবেশনে এই ঘোষণা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেচা বা কফি ঘুম তাড়ানোর ক্ষেত্রে তান্ত্রিকের মতো কাজ করে। যাঁদের চা পছন্দ নয়, তাঁরা বেছে নেন কফি। আমরা জানি, কফির আবার বিভিন্ন গুণও আছে। কিন্তু অন্য যেকোনো খাবার কিংবা পানীয়র মতো কফি পান করারও কিছু বাধ্যবাধকতা আছে। যেগুলোর প্রভাব সরাসরি স্বাস্থ্যের ওপরে পড়ে।
৮ ঘণ্টা আগেবাড়িতে চালের গুঁড়ো আছে? তাহলে বিকেলের নাশতা নিয়ে চিন্তা নেই। বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শিশু, বলতে গেলে সবারই প্রিয় একটি খাবার পাটিসাপটা পিঠা। আর এ পিঠা সারা বছরই খাওয়া হয়। আপনাদের জন্য পাটিসাপটা পিঠার রেসিপি ও ছবি দিয়েছেন স্বপ্না মণ্ডল।
১৩ ঘণ্টা আগেযাঁরা রোজ মেকআপ করেন কিংবা যাঁদের রোজ কমবেশি মেকআপ করে বাইরে যেতে হয়, তাঁদের ত্বকে কোনো প্রভাব পড়বে না, এটা ভাবা ভুল। মেকআপ এড়ানো না গেলে ত্বকের দিকে বাড়তি নজর দিতে হবে। তবে একেকজনের ত্বকে একেক ধরনের সমস্যা থাকে, তা বুঝেই যত্ন নেওয়া দরকার।
১৫ ঘণ্টা আগে