ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে অন্তত ৪ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে সতর্ক করেছে সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট (সিজিডি) নামের একটি থিংকট্যাংক। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের ২৯ শতাংশ গম উৎপাদিত হয় রাশিয়া ও ইউক্রেনে। এই বিশ্বের ৬ ভাগের ১ ভাগ সার আসে রাশিয়া ও বেলারুশ থেকে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে কৃষি বাণিজ্যের জন্য প্রাক্তন সোভিয়েত অঞ্চল কতটা গুরুত্বপূর্ণ।
মার্কিন থিংকট্যাংক বলছে, যুদ্ধের ধাক্কা শুধু এই অঞ্চলেই নয়, সারা বিশ্বেই ব্যাপকভাবে অনুভূত হবে। এটি সবচেয়ে বেশি আঘাত করবে দরিদ্র দেশগুলোকে।
সিজিডির বিশেষজ্ঞরা বলেছেন, ‘জি-২০সহ শস্য উৎপাদনকারী দেশগুলোকে অবশ্যই তাদের বাজার উন্মুক্ত ও নিষেধাজ্ঞামুক্ত রাখতে হবে। মানবিক প্রয়োজনকে সমর্থন দিতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও দ্রুত ও উদারভাবে কাজ করতে হবে।’
এর আগে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলি বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধের কারণে খাদ্যের দাম এতটাই বেড়ে যাবে যে, তা বিশ্বের দরিদ্র মানুষদের জন্য বিপর্যয় ডেকে আনবে।
বিবিসি অপর এক প্রতিবেদন বলেছে, গত চার বছরে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮ কোটি থেকে বেড়ে ২৭ কোটি ৭৬ লাখে দাঁড়িয়েছে। নানা রকম যুদ্ধ-সংঘাত, জলবায়ুর পরিবর্তন এবং করোনাভাইরাস মহামারি—সব মিলিয়ে একটা ভয়ংকর দুর্যোগ তৈরি হয়েছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে অন্তত ৪ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে সতর্ক করেছে সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট (সিজিডি) নামের একটি থিংকট্যাংক। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের ২৯ শতাংশ গম উৎপাদিত হয় রাশিয়া ও ইউক্রেনে। এই বিশ্বের ৬ ভাগের ১ ভাগ সার আসে রাশিয়া ও বেলারুশ থেকে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে কৃষি বাণিজ্যের জন্য প্রাক্তন সোভিয়েত অঞ্চল কতটা গুরুত্বপূর্ণ।
মার্কিন থিংকট্যাংক বলছে, যুদ্ধের ধাক্কা শুধু এই অঞ্চলেই নয়, সারা বিশ্বেই ব্যাপকভাবে অনুভূত হবে। এটি সবচেয়ে বেশি আঘাত করবে দরিদ্র দেশগুলোকে।
সিজিডির বিশেষজ্ঞরা বলেছেন, ‘জি-২০সহ শস্য উৎপাদনকারী দেশগুলোকে অবশ্যই তাদের বাজার উন্মুক্ত ও নিষেধাজ্ঞামুক্ত রাখতে হবে। মানবিক প্রয়োজনকে সমর্থন দিতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও দ্রুত ও উদারভাবে কাজ করতে হবে।’
এর আগে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলি বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধের কারণে খাদ্যের দাম এতটাই বেড়ে যাবে যে, তা বিশ্বের দরিদ্র মানুষদের জন্য বিপর্যয় ডেকে আনবে।
বিবিসি অপর এক প্রতিবেদন বলেছে, গত চার বছরে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮ কোটি থেকে বেড়ে ২৭ কোটি ৭৬ লাখে দাঁড়িয়েছে। নানা রকম যুদ্ধ-সংঘাত, জলবায়ুর পরিবর্তন এবং করোনাভাইরাস মহামারি—সব মিলিয়ে একটা ভয়ংকর দুর্যোগ তৈরি হয়েছে।
নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
২ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
৩ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইট ক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে
৪ ঘণ্টা আগে