ইরানের নীতি পুলিশের হেফাজতে মারা যাওয়া মাশা আমিনির স্মরণে তাঁর কবরের পাশে সমবেত হয়েছিলেন শোকার্তরা। এ সময় সমবেত জনতার সঙ্গে স্থানীয় নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। স্থানীয় সময় আজ বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিনে উপলক্ষে নিরাপত্তা বাহিনীর কঠোর সতর্কতা উপেক্ষা করে সমবেত হন তাঁরা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন অনুসারে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা গেছে প্রায় হাজার খানেক নারী-পুরুষ কুর্দিস্তানের পশ্চিমাঞ্চলের সাকেজে মাশা আমিনির গ্রামের বাড়ির কবরস্থানে সমবেত হন। তাঁরা অনেকেই মহাসড়কে, কেউ কেউ নদীপথেও সেখানে পৌঁছান। এ সময় তাঁরা ‘নারী, জীবন, মুক্তি’ ও ‘একনায়কত্বের মৃত্যু চাই’ স্লোগান দিচ্ছিলেন।
এদিকে, ইরানের আধা স্বায়ত্তশাসিত সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, মাশা আমিনির স্মৃতিসৌধে উপস্থিত লোকজন সাকেজ শহরের উপকণ্ঠে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষিপ্ত ওই সংঘর্ষের পর নিরাপত্তার প্রশ্ন বিবেচনায় এনে সাকেজে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাশা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করে ইরানের নীতি পুলিশ। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ। টানা ছয় সপ্তাহের বেশি সময় ধরে সেই বিক্ষোভ চলমান।
ইরানের নীতি পুলিশের হেফাজতে মারা যাওয়া মাশা আমিনির স্মরণে তাঁর কবরের পাশে সমবেত হয়েছিলেন শোকার্তরা। এ সময় সমবেত জনতার সঙ্গে স্থানীয় নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। স্থানীয় সময় আজ বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিনে উপলক্ষে নিরাপত্তা বাহিনীর কঠোর সতর্কতা উপেক্ষা করে সমবেত হন তাঁরা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন অনুসারে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা গেছে প্রায় হাজার খানেক নারী-পুরুষ কুর্দিস্তানের পশ্চিমাঞ্চলের সাকেজে মাশা আমিনির গ্রামের বাড়ির কবরস্থানে সমবেত হন। তাঁরা অনেকেই মহাসড়কে, কেউ কেউ নদীপথেও সেখানে পৌঁছান। এ সময় তাঁরা ‘নারী, জীবন, মুক্তি’ ও ‘একনায়কত্বের মৃত্যু চাই’ স্লোগান দিচ্ছিলেন।
এদিকে, ইরানের আধা স্বায়ত্তশাসিত সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, মাশা আমিনির স্মৃতিসৌধে উপস্থিত লোকজন সাকেজ শহরের উপকণ্ঠে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষিপ্ত ওই সংঘর্ষের পর নিরাপত্তার প্রশ্ন বিবেচনায় এনে সাকেজে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাশা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করে ইরানের নীতি পুলিশ। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ। টানা ছয় সপ্তাহের বেশি সময় ধরে সেই বিক্ষোভ চলমান।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
৪ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৫ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
৫ ঘণ্টা আগে