Ajker Patrika

ইউক্রেনের আরও একটি পারমাণবিক কেন্দ্র দখল করল রাশিয়া

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১০: ২৩
ইউক্রেনের আরও একটি পারমাণবিক কেন্দ্র দখল করল রাশিয়া

রুশ সেনারা ইউক্রেনের আরও একটি পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ড বলেছেন, কিয়েভ থেকে ২০০ মাইল দক্ষিণের ইউঝোউক্রেনস্ক পাওয়ার স্টেশন দখল করেছে রাশিয়া। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউঝোউক্রেনস্ক পাওয়ার স্টেশন দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্র। বৃহস্পতিবার রাতে রুশ বাহিনী যখন ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ায় গুলি চালাচ্ছিল, তখন তারা এই দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্র থেকে মাত্র ২০ মাইল দূরে ছিল। 

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ড বলেন, ইউক্রেনে বিপদ অব্যাহত আছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রুশ বাহিনীর বিপজ্জনক আক্রমণ বন্ধ করার দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে। 

এদিকে জাতীয় পরমাণু উৎপাদনকারী প্রতিষ্ঠান এনারগোয়াতমের বরাত দিয়ে ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম কিয়েভ পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৪ মিনিটে ইউঝোউক্রেনস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের তৃতীয় শক্তি উৎপাদন ইউনিটটি গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এর আগে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নেয় রুশ বাহিনী। বিবিসির অন্য এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে যে রুশ সেনারা বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে। দখলে নেওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন। 

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের পর এর আশপাশে হামলা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল বিশ্বের উন্নত সাতটি দেশের জোট জি-৭। সে সময় কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে মস্কোকে তার আগ্রাসন বন্ধ করতে এবং অবিলম্বে সেনাবাহিনী প্রত্যাহারের আহ্বান জানান তাঁরা। 

কিন্তু এসব আহ্বান অগ্রাহ্য করে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্র ইউঝোউক্রেনস্ক দখল করল রাশিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত