Ajker Patrika

সড়কের কাজ ফেলে রাখায় ধুলা ওড়ে, নাকাল মানুষ

মুলাদী প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১০: ০৯
সড়কের কাজ ফেলে রাখায় ধুলা ওড়ে, নাকাল মানুষ

মুলাদীতে একটি সড়ক সংস্কারের কাজ ফেলে রাখা হয়েছে। এতে ধুলাবালিতে দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

জানা গেছে, উপজেলার উত্তরাঞ্চলের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের একমাত্র পথ মুলাদী-মৃধারহাট সড়ক। এই সড়ক দিয়ে সফিপুর মুন্সীরহাট, বাটামারা খেয়াঘাট, সোনামদ্দিন বন্দর, ব্যাপারীর হাট, মৃধারহাট, চরডুমুরীতল লঞ্চঘাট, আকন বাজারসহ বিভিন্ন স্থানের মানুষ যাতায়াত করেন। প্রতিদিন এই সড়কে লেগুনা, অটোরিকশা, মোটরসাইকেলসহ হাজার হাজার গাড়ি চলাচল করে।

এই সড়কের চরডিক্রী মাদ্রাসা থেকে মৃধারহাট পর্যন্ত ৭ কিলোমিটারের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয় এবং যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। উপজেলা প্রকৌশল দপ্তর ৭ কিলোমিটার সড়কের মাত্র আড়াই কিলোমিটার সংস্কারের ব্যবস্থা করেন। ২-৩ মাস আগে দরপত্র ও কার্যাদেশ দেওয়া হলেও ঠিকাদার আজকাল করে ১৫ দিন আগে সংস্কার কাজ শুরু করেন। পুরোনো পিচ তুলে সড়কটি খুঁড়ে রাখা হয়। ফলে সড়কে লেগুনা, অটোরিকশা, মোটরসাইকেল চলাচলের সময় এগুলোর যাত্রী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীরা ধুলোবালিতে ভোগান্তির শিকার হচ্ছেন।

চরকালেখান আদর্শ কলেজের শিক্ষক আব্দুল মজিদ খান বলেন, প্রতিদিন এই পথ দিয়ে লেগুনায় কলেজে যাতায়াত করতে হয়। রাস্তার ধুলোবালিতে লেগুনার যাত্রীদের কাপড়চোপড় লাল হয়ে হয়ে যায়। ধুলোবালির ভয়ে কোনো গাড়ি কার আগে যাবে এই নিয়ে প্রতিযোগিতা হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।

পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক নরোত্তম কুমার মণ্ডল বলেন, সড়কের সংস্কার কাজ ফেলে রাখায় গত রোববার খেজুরতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। অল্পের জন্য একটি বাচ্চা মেয়ে প্রাণে বেঁচে গেছে। সড়কটির সংস্কারকাজ দ্রুত শেষ করা প্রয়োজন।

ঠিকাদার মো. রফিকুল ইসলাম সিকদার বলেন, সংস্কার কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর থেকে রোলার আনা হয়েছিল। সেটায় অনেক সমস্যা দেখা দেওয়ায় পরিবর্তনের জন্য পাঠানো হয়েছে। তাই সড়কের খোয়া দেওয়ায় ও রোলিং করার কাজ বন্ধ রয়েছে। এ ছাড়া সড়কের পাশে পর্যাপ্ত পানি নেই। ফলে সড়কটি ভিজিয়ে জনভোগান্তি নিরসন করা যাচ্ছে না।

উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান জানান, চরডিক্রী মাদ্রাসা থেকে মিয়ারহাট পর্যন্ত ২ হাজার ৬৫৫ মিটার সড়ক সংস্কার করা হচ্ছে। জনভোগান্তি নিরসনে ঠিকাদারকে দ্রুত কাজ করার জন্য বলা হয়েছে। এর পরেও কাজ ফেলে রাখলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত