Ajker Patrika

‘ভূলুণ্ঠিত হচ্ছে রোগীদের মানবাধিকার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৭
‘ভূলুণ্ঠিত হচ্ছে রোগীদের মানবাধিকার’

সেবা প্রাপ্তিতে রোগীদের মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির নেতারা। গতকাল শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সংগঠনটির জেলা শাখার উদ্যোগে দরিদ্রদের মাঝে বিনা মূল্যে ওষুধ বিতরণকালে এমন অভিযোগ করেন তাঁরা।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংগঠনটি এই কর্মসূচি আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বলেন, সারা দেশের হাসপাতালগুলোতে অনিয়ম ও দুর্নীতির ফলে রোগীরা স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত। চিকিৎসায় সরকারের যথেষ্ট অর্থ বরাদ্দ রয়েছে। কিন্তু দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে থাকার ফলে নাগরিকদের মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে।

মানবাধিকার নিশ্চিতের লক্ষ্যে সবাইকে সহযোগিতা ও ভালোবাসার মনোভাব নিয়ে পেশাগত জায়গায় দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

মুহাম্মদ সুমন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মাদ আনোয়ার হোসাইন সুমন কমলনগরী, মুহাম্মাদ ইলিয়াস আহমদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ