বরিশাল প্রতিনিধি
বরিশাল বিএনপিতে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে প্রায় পাঁচ মাস হলো। কিন্তু এরপরও দলে অসন্তোষ আর ক্ষোভ থামছে না। ঘরে-বাইরে নেতা-কর্মীদের মধ্যে এ অসন্তোষের কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে নগর বিএনপিতে। দলটির আহ্বায়ক কমিটির অনেকেই অভিযোগ করেছেন, তাঁরা দলে মূল্যায়ন ও সাংগঠনিক খবর পাচ্ছেন না। অপর দিকে দলের পদবঞ্চিতরা মাঠ গরম রাখতে গত শুক্রবার ইফতারের আড়ালে নেতা-কর্মীদের নিয়ে তাঁদের অবস্থান জানান দিয়েছেন।
নগর বিএনপির এমন দোদুল্যমান অবস্থায় ২১ এপ্রিল স্কাইপের মাধ্যমে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিনের সুযোগ নিতে সব পক্ষই আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
গত বছরের শেষ দিকে নগর বিএনপির ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি থেকে ছিটকে পড়েন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা। বঞ্চিতদের দাবি নতুন আহ্বায়ক কমিটিতে নিষ্ক্রিয়দের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। কিন্তু ত্যাগীরা স্থান পাননি। এসব কারণে পদবঞ্চিতরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। এ ছাড়া নানা সময়ে সভা, পথসভা ও ইফতার পার্টির মাধ্যমে সক্রিয় থাকছেন তাঁরা।
জানতে চাইলে নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর বলেন, ‘নতুন নেতৃত্ব আমাদের দাওয়াত দেয় না। তাই নেত্রীর রোগমুক্তি ও তারেক রহমানের মুক্তি কামনায় শুক্রবার নেতা-কর্মীদের নিয়ে ইফতার পার্টি করেছি। এটা স্ট্যান্ডবাজি নয়; সব শ্রেণির নেতা-কর্মী এসেছিলেন। বর্তমান আহ্বায়ক কমিটিতে দুঃসময়ের নেতারা বাদ পড়েছেন। অথচ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যাঁরা ব্যবসা-বাণিজ্য করতেন, তাঁদের পদ দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে কেন্দ্রে দুই দফায় অভিযোগ দিয়েছি।’
এ প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘২১ এপ্রিল নগর বিএনপির ইফতার পার্টি ও মতবিনিময় সভায় স্কাইপে কথা বলবেন তারেক রহমান। ওই সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন। তাঁরা বরিশাল ক্লাবে অথবা জিলা স্কুলমাঠে ইফতার পার্টি করবেন।’
শুক্রবারের ইফতার পার্টি প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁরা সাবেক; তাঁরা দলের লোক নন। যাঁরা সংগঠনবিরোধী কাজ করছেন, তাঁরা এখনো তৎপর।’ ওয়ার্ডের কর্মিসভা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী দিনে কমিটি গঠনের উদ্দেশ্যে এই কর্মিসভা। কেননা তৃণমূলে নতুন নেতৃত্ব দরকার।’
১৩ এপ্রিল আহ্বায়ক কমিটির সভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলকে আমন্ত্রণ না জানানোয় সেখানে হুলুস্থুল বাধে। ওই সভায় ৪২ সদস্যের অর্ধেকও উপস্থিত ছিলেন না। এরপর থেকে বিএনপি নেতা বাবুলের নাম ব্যানার থেকে বাদ দেওয়ায় কখনো সভায় থাকছেন না তিনি। কখনো এসেই চলে যাচ্ছেন।
তবে নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, ‘আমাকে কোনো সাংগঠনিক কার্যক্রমে ডাকে না, বলেও না।’ নাম প্রকাশ না করার শর্তে আহ্বায়ক কমিটির একাধিক ক্ষুব্ধ সদস্য বলেছেন, তাঁরা ২১ এপ্রিল তারেক রহমানকে তাঁদের অবমূল্যায়নের কথা তুলে ধরবেন।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে শামিল হওয়া উচিত। পরিবারের মতো এই আহ্বায়ক কমিটির কোনো সদস্য দায়িত্ব এড়াতে পারবেন না।’
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘মূল্যায়িত না হওয়ায় পক্ষে-বিপক্ষে মতামত থাকতেই পারে। তবে কমিটির সবার অধিকার আছে সাংগঠনিক কার্যক্রম জানার।’
বরিশাল বিএনপিতে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে প্রায় পাঁচ মাস হলো। কিন্তু এরপরও দলে অসন্তোষ আর ক্ষোভ থামছে না। ঘরে-বাইরে নেতা-কর্মীদের মধ্যে এ অসন্তোষের কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে নগর বিএনপিতে। দলটির আহ্বায়ক কমিটির অনেকেই অভিযোগ করেছেন, তাঁরা দলে মূল্যায়ন ও সাংগঠনিক খবর পাচ্ছেন না। অপর দিকে দলের পদবঞ্চিতরা মাঠ গরম রাখতে গত শুক্রবার ইফতারের আড়ালে নেতা-কর্মীদের নিয়ে তাঁদের অবস্থান জানান দিয়েছেন।
নগর বিএনপির এমন দোদুল্যমান অবস্থায় ২১ এপ্রিল স্কাইপের মাধ্যমে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিনের সুযোগ নিতে সব পক্ষই আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
গত বছরের শেষ দিকে নগর বিএনপির ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি থেকে ছিটকে পড়েন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা। বঞ্চিতদের দাবি নতুন আহ্বায়ক কমিটিতে নিষ্ক্রিয়দের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। কিন্তু ত্যাগীরা স্থান পাননি। এসব কারণে পদবঞ্চিতরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। এ ছাড়া নানা সময়ে সভা, পথসভা ও ইফতার পার্টির মাধ্যমে সক্রিয় থাকছেন তাঁরা।
জানতে চাইলে নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর বলেন, ‘নতুন নেতৃত্ব আমাদের দাওয়াত দেয় না। তাই নেত্রীর রোগমুক্তি ও তারেক রহমানের মুক্তি কামনায় শুক্রবার নেতা-কর্মীদের নিয়ে ইফতার পার্টি করেছি। এটা স্ট্যান্ডবাজি নয়; সব শ্রেণির নেতা-কর্মী এসেছিলেন। বর্তমান আহ্বায়ক কমিটিতে দুঃসময়ের নেতারা বাদ পড়েছেন। অথচ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যাঁরা ব্যবসা-বাণিজ্য করতেন, তাঁদের পদ দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে কেন্দ্রে দুই দফায় অভিযোগ দিয়েছি।’
এ প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘২১ এপ্রিল নগর বিএনপির ইফতার পার্টি ও মতবিনিময় সভায় স্কাইপে কথা বলবেন তারেক রহমান। ওই সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন। তাঁরা বরিশাল ক্লাবে অথবা জিলা স্কুলমাঠে ইফতার পার্টি করবেন।’
শুক্রবারের ইফতার পার্টি প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁরা সাবেক; তাঁরা দলের লোক নন। যাঁরা সংগঠনবিরোধী কাজ করছেন, তাঁরা এখনো তৎপর।’ ওয়ার্ডের কর্মিসভা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী দিনে কমিটি গঠনের উদ্দেশ্যে এই কর্মিসভা। কেননা তৃণমূলে নতুন নেতৃত্ব দরকার।’
১৩ এপ্রিল আহ্বায়ক কমিটির সভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলকে আমন্ত্রণ না জানানোয় সেখানে হুলুস্থুল বাধে। ওই সভায় ৪২ সদস্যের অর্ধেকও উপস্থিত ছিলেন না। এরপর থেকে বিএনপি নেতা বাবুলের নাম ব্যানার থেকে বাদ দেওয়ায় কখনো সভায় থাকছেন না তিনি। কখনো এসেই চলে যাচ্ছেন।
তবে নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, ‘আমাকে কোনো সাংগঠনিক কার্যক্রমে ডাকে না, বলেও না।’ নাম প্রকাশ না করার শর্তে আহ্বায়ক কমিটির একাধিক ক্ষুব্ধ সদস্য বলেছেন, তাঁরা ২১ এপ্রিল তারেক রহমানকে তাঁদের অবমূল্যায়নের কথা তুলে ধরবেন।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে শামিল হওয়া উচিত। পরিবারের মতো এই আহ্বায়ক কমিটির কোনো সদস্য দায়িত্ব এড়াতে পারবেন না।’
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘মূল্যায়িত না হওয়ায় পক্ষে-বিপক্ষে মতামত থাকতেই পারে। তবে কমিটির সবার অধিকার আছে সাংগঠনিক কার্যক্রম জানার।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫