Ajker Patrika

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৯
শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ   নিহত

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের কাওরাইদ রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কাওরাইদ রেলস্টেশনের স্টেশন মাস্টার আল আমিন আজকের পত্রিকাকে বলেন, নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর বলে মনে হয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা আন্তনগর ট্রেন কাওরাইদ রেলস্টেশন অতিক্রম করার পর ট্রেনে কাটা পড়া অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ রেল সেতুর নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

আল আমিন বলেন, খবর পেয়ে কাওরাইদ রেলস্টেশন কর্মীরা ঘটনাস্থলে যান। তারা রেলওয়ে পুলিশের কাছে বিষয়টি জানালে দুপুরের দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...