Ajker Patrika

আগামীকাল কুমিল্লা মুক্ত দিবস

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৮
আগামীকাল কুমিল্লা মুক্ত দিবস

আগামীকাল ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে শহরের নিয়ন্ত্রণ নেয় মুক্তিবাহিনী।

দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার।

সভায় কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন।

পরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আলম বাবুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সুশীলসমাজের প্রতিনিধিরা এ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন।

কর্মসূচির মধ্যে জেলার বীর মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সমাবেশ করা হবে। এতে কুমিল্লা অঞ্চলের অন্তত ৮০০ বীর মুক্তিযোদ্ধা অংশ নেবেন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘পথে পথে বিজয়’ শিরোনামে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এ আঞ্চলিক মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত