Ajker Patrika

হাসপাতাল আঙিনায় পানি, সাংসদের ক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ০১
হাসপাতাল আঙিনায় পানি, সাংসদের ক্ষোভ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আঙিনায় পানি জমে থাকার খবরে সেখানে যান কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় তিনি হাসপাতালটির পূর্ব পাশের নির্মাণাধীন নালার কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

গত সোমবার হাসপাতালটিতে গিয়ে তিনি নালার কাজের ঠিকাদার মো. বাদল মিয়াকে ডেকে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের জবাব চান। ঠিকাদার কোনো সদুত্তর দিতে না পাড়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংসদ বাহার।

সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘কাজ শেষে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এক ফোটা পানি জমে থাকলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় তিনি ঠিকাদারকে কাজের গুণগত মান ঠিক রেখে সঠিক ভাবে কাজ করার নির্দেশ দেন। এ ছাড়া তিনি প্রকৌশলীদের কাজের দেখভাল করার নির্দেশ দেন। কাজে নিম্নমানের মালামাল ব্যবহার, রড-সিমেন্ট কম দেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক মো. মহিউদ্দিন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী সফিকুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত