Ajker Patrika

নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৪৫
নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

গাজীপুর সদরে জুয়েনা নামে (২১) এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার তারগাছ মেম্বারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েনা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার সুরিগাঁও গ্রামের রাকির আলীর মেয়ে।

টঙ্গী পূর্ব থানার পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, সুজন পেশায় রডমিস্ত্রি হওয়ায় প্রায়ই বিভিন্ন স্থানে থাকতেন সুজন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ লেগেই থাকত। শুক্রবার রাত আটটায় স্ত্রী জুয়েনাকে ভাড়া বাসার ছাদে নিয়ে যান সুজন। এরই একপর্যায়ে তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে গলা কেটে জখম করে পালিয়ে যান। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই জুয়েনার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

জুয়েনার বাবা রাকিব আলী বলেন, ‘সুজন নেশাদ্রব্য সেবন করত। আজ আবারও নেশাদ্রব্য সেবন করে আমার মেয়েকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে।’

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, ‘ঘটনাটি তারগাছ এলাকার। মরদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৬ টুকরা আশরাফুলের ফোন ধরতেন মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ, বলতেন ‘ব্যস্ত আছে’

হামজা থাকলে দ্বিতীয় গোল পাওয়া কঠিন হতো, বলছেন নেপাল কোচ

শতবার অনুশীলনের পরও কেন শেষ মুহূর্তে গোল হজম করছে বাংলাদেশ

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি এখনো বিবেচনাধীন: সারোয়ার তুষার

নিজ্জার হত্যাকাণ্ডের দুই বছর পর ভারতের দিকে মুখ তুলে চাইল কানাডা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ