Ajker Patrika

আওয়ামী লীগের হাল আতাউল্লাহর হাতে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ১৬
আওয়ামী লীগের হাল আতাউল্লাহর হাতে

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মো. আতাউল্লাহ মণ্ডল। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আতাউল্লাহ মণ্ডল গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত শুক্রবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে দল থেকে তাঁর প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়। এর পর থেকেই শূন্য ছিল গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক পদ শূন্য হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মো. আতাউল্লাহ মণ্ডলকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. আতাউল্লাহ মণ্ডল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহদপ্তর সম্পাদক বেলা ১টার দিকে তাঁকে মোবাইল ফোনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার বিষয়টি জানিয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দলকে এগিয়ে নিতে সর্বাত্মকভাবে কাজ করব।’

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আতাউল্লাহ। তিনি দায়িত্ব পালনে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আতাউল্লাহ মণ্ডল গাজীপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রায় ৩০ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ