Ajker Patrika

বিজয়ের আয়োজনে দেশের গান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০: ০৩
বিজয়ের আয়োজনে দেশের গান

আরটিভিতে চলছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে দেখা যাবে ‘ইয়াং স্টার’-এর বিশেষ তিনটি পর্ব। দেশের গান নিয়ে সাজানো হয়েছে পর্বগুলো।

প্রতিটি পর্বে একজন করে মোট তিনজন বিশেষ অতিথি বিচারক থাকবেন। তাঁরা হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক বুলবুল মহলানবিশ, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই তিন ব্যক্তিত্বের নাম।

আজ শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ পর্বে ‘ইয়াং স্টার’-এ থাকবেন বুলবুল মহলানবিশ। ১৫ ডিসেম্বর বিজয় দিবসের বিশেষ পর্বে থাকবেন সুজেয় শ্যাম। আর ২১ ডিসেম্বর দেশের গানের শেষ পর্বে দেখা যাবে গাজী মাজহারুল আনোয়ারকে। প্রতিটি পর্বই প্রচার হবে রাত ৮টায়।

এ সম্পর্কে বুলবুল মহলানবিশ বলেন, ‘একজন শিল্পী হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হতে পেরেছিলাম—এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আর জয়ের মাসে এমন একটি আয়োজনে আসতে পেরে ভালো লেগেছে।’

সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম বলেন, ‘ইয়াং স্টার আরটিভির দারুণ এক আয়োজন। এখানে এসে তরুণদের কণ্ঠে দেশের গান শুনে আমি আপ্লুত।’

গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘দেশের গান শুনলেই সব সময় অন্য রকম আবেগ কাজ করে। তরুণদের কণ্ঠে দেশের গান শুনতে ভীষণ ভালো লেগেছে।’

রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। প্রযোজনায় সোহাগ মাসুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...