Ajker Patrika

অটোরিকশা ছিনতাই চক্রের ৫ সদস্য আটক

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৩: ৩৪
অটোরিকশা ছিনতাই চক্রের ৫ সদস্য আটক

গাজীপুর মহানগরীর সদর থানার কাথোরা কাজীবাড়ি এলাকা থেকে অটোরিকশা ছিনতাই চক্রের পাঁচজনকে আটক করেছে র‍্যাব-১। গত শুক্রবার রাত ১২টার দিকে গাজীপুর সদর থানা এলাকার কাথোরা কাজীবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি অটোরিকশা, চারটি অটোরিকশার ব্যাটারি, পাঁচটি মোবাইল ফোন ও ৭ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত পরিচয় ৩ ব্যক্তি যাত্রী সেজে মো. বাবু আলীর (৫৩) অটোরিকশা ভাড়া করেন। পরবর্তীতে অটোরিকশাটি গাজীপুর সদরের মইশালবাড়ি জালাল মার্কেটের সামনে আসলে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যান।

নোমান আহমদ জানান, পরের দিন শুক্রবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে কাথোরা কাজীবাড়ির জাহাঙ্গীরের অটো গ্যারেজের সামনে থেকে পাঁচজনকে আটক করা হয়। তাঁরা সবাই অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৬ টুকরা আশরাফুলের ফোন ধরতেন মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ, বলতেন ‘ব্যস্ত আছে’

হামজা থাকলে দ্বিতীয় গোল পাওয়া কঠিন হতো, বলছেন নেপাল কোচ

শতবার অনুশীলনের পরও কেন শেষ মুহূর্তে গোল হজম করছে বাংলাদেশ

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি এখনো বিবেচনাধীন: সারোয়ার তুষার

নিজ্জার হত্যাকাণ্ডের দুই বছর পর ভারতের দিকে মুখ তুলে চাইল কানাডা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ