Ajker Patrika

আলোচনায় নেই আলোচিতরা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১: ১৯
আলোচনায় নেই আলোচিতরা

আলিশা চিনাই
অনেকটাই স্বেচ্ছাবসর নিয়েছেন আলিশা। ‘বিড্ডু’ কিংবা ‘মেড ইন ইন্ডিয়া’ গানগুলো তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। এখন তাঁকে আর পাওয়াই যাচ্ছে না গানে। ২০০৫ সালে ‘বান্টি অউর বাবলি’র ‘কাজরা রে’ গানটি তাঁর শেষ সুপারহিট গান। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্যানসারে আক্রান্ত বাবার দেখভাল করতেই এখন গান থেকে দূরে আছেন তিনি।

লাকি আলীলাকি আলী
কমেডি অভিনেতা মেহমুদের ছেলে লাকি আলী। বাবার চাওয়া ছিল, ছেলে অভিনয়ে নাম করুক। কিন্তু ছেলে পড়ে থাকতেন গান নিয়ে। তিন বন্ধুকে নিয়ে ১৯৯৬ সালে প্রকাশ করলেন অ্যালবাম ‘সুনোহ’। এমটিভিতে টানা ষাট সপ্তাহ এশিয়ার সেরা গান ছিল ‘ও সনম’। এরপর অসংখ্য গান হিট হয়েছে। অভিনয়ও করেছেন। হৃতিকের ট্রেডমার্ক ‘এক পাল কি জিনা’ তাঁরই গাওয়া। শেষ তাঁকে ‘তামাশা’ ছবিতে ‘সফরনামা’ গানটি গাইতে শোনা গেছে ২০১৫ সালে। এখনো গান করেন স্টেজে। মাঝে মাঝে সবজি চাষে সময় দেন ৬৩ বছর বয়স্ক এই গায়ক।

হিমেশ রেশমিয়াহিমেশ রেশমিয়া
সংগীত পরিচালক হিসেবে হিমেশ ব্যাপক সাফল্য পান ২০০৩ সালে ‘তেরে নাম’ ছবিতে। ২০০৫ সালের ‘আশিক বানায়া আপনে’ ছবির টাইটেলসহ সব গান সুপারহিট হয়। রীতিমতো রেকর্ড ভেঙে ফেলে। এরপর ‘আকসার’, ‘ফির হেরা ফেরি’, ‘চুপ চুপ কে’সহ অনেক ছবিতে হিমেশের সুর করা ও গাওয়া গান ছিল সুপারহিট। হিমেশ এরপর নিয়মিত গাইতে শুরু করেন। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হিমেশ ছুটলেন নায়ক হতে। সব ছবি ফ্লপ। প্রযোজকের খাতায় নাম লেখান, সেখানেও ব্যর্থ। এখনো মিউজিক করেন। কিন্তু কোনোভাবেই আলোচনায় আসতে পারছেন না হিমেশ।

মোহিত চৌহানমোহিত চৌহান
কণ্ঠ দেওয়ার পাশাপাশি গিটার আর বাঁশিও ভালো বাজান তিনি! অথচ সংগীতবিষয়ক কোনো প্রাতিষ্ঠানিক বা প্রথাগত বিদ্যা নেই তাঁর! ১৯৯৬ সালে ‘সিল্ক রুট’ ব্যান্ড দিয়ে মোহিতের মিউজিক ক্যারিয়ার শুরু। ব্যান্ডের মাত্র দুটো অ্যালবাম বের হয় ২০০৮-এ ভেঙে যাওয়ার আগপর্যন্ত। ২০০২ সালে বলিউডে অভিষেক হলেও ২০০৭ সালে ‘যাব উই মেট’ ছবির ‘তুম সে হি’ গান গেয়ে আলোচনায় আসেন। ‘দিল্লি ৬’ ছবিতে ‘মাসাক্কালি’, ‘রং দে বাসন্তী’ ছবির ‘রুবারু’ কিংবা ‘রকস্টার’ ছবির গানগুলো রীতিমতো মাত করে দেয়। এখনো মাঝে মাঝে গাইছেন মোহিত। কিন্তু আগের মতো আলোচনায় আসতে পারছেন না কোনোভাবেই।

শানশান
বলিউডের ছবিতে গত কয়েক বছরে হাতে গোনা কয়েকটি গানে পাওয়া গেছে একসময়কার জনপ্রিয় এই কণ্ঠশিল্পীকে। এখনো বলিউড ছবিতে গাইছেন। তবে গত ৫ বছরে তাঁর হিট গান নেই বললেই চলে। বিভিন্ন স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করেন এ শিল্পী। ইউটিউবে অবশ্য নিয়মিত ভিডিও প্রকাশ করেন।

আলোচনায় নেই এমন আলোচিত শিল্পীর তালিকায় আরও আছেন কেকে (কৃষ্ণকুমার কুন্নাথ), কৈলাশ খের, অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...