Ajker Patrika

৮১ জন পেলেন ইয়েস কার্ড

৮১ জন পেলেন ইয়েস কার্ড

তরুণদের জন্য সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ আয়োজন করেছে আরটিভি। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শোর স্টুডিও অডিশন রাউন্ড শেষ হয়েছে গত ১৭ নভেম্বর।

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য সারাদেশের হাজারো প্রতিযোগি আবেদন করেন। তাঁদের মধ্য থেকে ৫ হাজার প্রতিযোগির গান রেজিষ্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। শোয়ের বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী যাচাই বাছাই শেষে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য ১৫০ জনকে বাছাই করেন।

তাঁদেরকে নিয়ে গত ১৫ নভেম্বর শুরু হয় স্টুডিও অডিশন রাউন্ড। এ রাউন্ডে প্রতিযোগিরা সরাসরি বিচারকদের সামনে গান পরিবেশন করেন।

স্টুডিও অডিশন রাউন্ডে ১৫০ জন প্রতিযোগির মধ্যে ইয়েস কার্ড পেয়েছেন ৮১ জন, যারা পরবর্তীতে লড়বেন পিয়ানো রাউন্ডে।

স্টুডিও অডিশন রাউন্ড থেকেই আগামী ২৩ নভেম্বর ‘ইয়াং স্টার’-এর টিভি সম্প্রচার শুরু হবে। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় আরটিভিতে দেখা যাবে এই শো।

রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কে পাবেন মেক্সিকো প্রেসিডেন্টের বিশ্বকাপ টিকিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ