Ajker Patrika

এক গানে কত পরিশ্রম!

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২০: ৪১
এক গানে কত পরিশ্রম!

‘পটাকা’ ও ‘আমি থাকতে চাই’ এরপর নিজের গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’ নিয়ে আসবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া- এমন প্রচারণা নিয়েই বিগত কয়েক দিন মুখর ছিলেন ‘আশিকী’ খ্যাত এই নায়িকা।

এই গানের জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে এই নায়িকাকে। সে কথা কখনোই ভুলতে পারবেন না এই চিত্রনায়িকা। তিনি বলেন, ‘তিন সপ্তাহ আগে থেকে নিজেকে প্রস্তুত করেছি। ফিট থাকা, ঠিকঠাক লুক ধরে রাখা ভীষণ চ্যালেঞ্জের। এর মধ্যে যুক্ত হয় পরীক্ষার টেনশন। গত ১৪ অক্টোবর মুম্বাইয়ে শুটিং হয়, পরদিন পরীক্ষার একটি পেপার জমা দেওয়ার তারিখ। বুঝতেই পারছেন কী সময় গেছে। শুটিংয়ের আগের ওই সময়টা জীবনের সবচেয়ে কঠিন তিন সপ্তাহ।’

তিনি জানান, এই সময় মনের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারতেন না। বেশির ভাগ সময় খিটখিটে মেজাজের হয়ে থাকতেন। এই গানের জন্যে একটা সিনেমাও ছেড়েছেন। ফারিয়া বলেন,‘এবারের মতো মানসিক চাপে কমই পড়েছি।’

রোববার দুপুরে সামনে এল ফারিয়ার সেই পরিশ্রমের ফসল! ডিজিটাল প্লাটফর্মে উন্মুক্ত হলো তাঁর সাড়ে তিন মিনিটের গান ভিডিও ‘হাবিবি’! কণ্ঠ দেওয়ার পাশাপাশি এতে আগের দুটি গানের মতোই পারফর্মও করেন এই তারকা অভিনেত্রী!

‘হাবিবি’ পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝামাঝিতে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটারে দূরে এক রাজপ্রাসাদে গানটির ভিডিওর শুটিং হয়েছে। শুটিংয়ের আগে তিন দিন গ্রুমিং হয়েছে। মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে নেচেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জন গ্রেপ্তার

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৫

বিহারে বিজেপি-নীতীশ জোট এগিয়ে, বলছে বুথফেরত জরিপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: কর কর্মকর্তা ফাতেমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে লঘুদণ্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ