Ajker Patrika

সেন্সর ছাড়পত্র পেল ‘মিশন এক্সট্রিম’

সেন্সর ছাড়পত্র পেল ‘মিশন এক্সট্রিম’

সেন্সর ছাড়পত্র পেয়েছে পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি ‘মিশন এক্সট্রিম’।  বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। আগামী ৩ ডিসেম্বর ছবিটি দেখা যাবে সিনেমা হলে।

ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক বলেন, ‘মিশন এক্সট্রিমকে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছবিটি দেখে আমাদের ভালো লেগেছে।’

এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’-এর অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘মিশন এক্সট্রিমের সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি অনেকটা পরীক্ষায় পাশের আনন্দের মতো লেগেছে। এ কদিন কেমন যেন একটা চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। একটা সেনসিটিভ কাহিনি, বোর্ড কীভাবে দেখেন সেটা নিয়ে ভাবছিলাম। কিন্তু না, দেখলাম পাশ! বোর্ড বিনা কর্তনে সেন্সর দিয়েছে। তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘কিছুদিন আগে সেন্সর বোর্ডে ছবিটি দেখেছি। ভালো ছবি। ঢাকা অ্যাটাক যারা উপভোগ করেছেন, আমার মনে হয় তাঁরা মিশন এক্সট্রিমও দেখতে যাবেন।’

উচ্ছ্বাস প্রকাশ করে আরিফিন শুভ বলেন, ‘যদিও আমি নিশ্চিত ছিলাম যে, এমনই হবে। কেননা, লেখক এবং নির্মাতা যথেষ্ট সচেতন থেকে ছবিটি বানিয়েছেন। সবচেয়ে বড় কথা মিশন এক্সট্রিম একটি বিগ-টিমওয়ার্কের ফসল। এবার হলে যাবার পালা।’

একযোগে দেশ ও দেশের বাইরে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলারটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৬ টুকরা আশরাফুলের ফোন ধরতেন মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ, বলতেন ‘ব্যস্ত আছে’

হামজা থাকলে দ্বিতীয় গোল পাওয়া কঠিন হতো, বলছেন নেপাল কোচ

শতবার অনুশীলনের পরও কেন শেষ মুহূর্তে গোল হজম করছে বাংলাদেশ

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি এখনো বিবেচনাধীন: সারোয়ার তুষার

নিজ্জার হত্যাকাণ্ডের দুই বছর পর ভারতের দিকে মুখ তুলে চাইল কানাডা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

‘দেলুপি’ এবার সারা দেশে সঙ্গে নতুন দুই সিনেমা

বিনোদন ডেস্ক
‘দ্য রানিং ম্যান’ সিনেমার দৃশ্য । ছবি: সংগৃহীত
‘দ্য রানিং ম্যান’ সিনেমার দৃশ্য । ছবি: সংগৃহীত

খুলনার পর সারা দেশে দেলুপি

গত সপ্তাহে খুলনা শহরে মুক্তি পেয়েছিল মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’। এবার সারা দেশের দর্শকের দেখার পালা। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মানুষের জীবনের গল্প, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে দেলুপি। যেখানে রাজনীতি আছে, ভালোবাসা আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, যাত্রাশিল্পীদের সংগ্রাম আছে; আরও আছে জীবন বদলানোর গল্প। সিনেমায় অভিনয় করেছেন স্থানীয়রা। নির্মাতা তাওকীর ইসলাম বলেন, ‘দেলুপির গল্প শুধু একটি অঞ্চলের নয়, বরং দেশের সর্বস্তরের মানুষের জীবনের গল্প। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী—সব ক্ষেত্রেই স্থানীয় পরিবেশ ও মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছে। গল্পেই লুকিয়ে আছে সিনেমার শক্তি।’

গোঁয়ার

সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবনচিত্র নিয়ে তৈরি হয়েছে ‘গোঁয়ার’। রাকিবুল আলম রাকিবের পরিচালনায় এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া ও ফাল্গুনী রহমান জলি। এই সিনেমা দিয়ে অর্ধযুগের বেশি সময় বিরতির পর শুটিংয়ে ফিরেছেন জলি। বিরতির সময়টাতে বিয়ে, সংসার আর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলেন এই নায়িকা। তবে এই ফেরাটাও স্থায়ী হচ্ছে না তাঁর। সম্প্রতি পরিবারের কয়েকজন সদস্যের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন। আপাতত আর অভিনয় করবেন না বলে জানিয়েছেন তিনি। তাই চুক্তিবদ্ধ হওয়া দুটি নতুন সিনেমাও ফিরিয়ে দিয়েছেন জলি।

দ্য রানিং ম্যান

১৯৮২ সালে প্রকাশিত স্টিফেন কিংয়ের ‘ডিস্টোপিয়ান’ উপন্যাসের দ্বিতীয় চলচ্চিত্র রূপান্তর ‘দ্য রানিং ম্যান’। সিনেমার গল্প বেন রিচার্ড নামের এক মধ্যবয়সী মানুষকে ঘিরে। চাকরি হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে অর্থাভাবে ভুগছে সে। একসময় মেয়ে অসুস্থ হয়ে পড়লে দিশেহারা হয়ে পড়ে। টাকার জন্য নাম লেখায় দ্য রানিং নামের এক ভয়ংকর গেম শোতে। এই গেমের নিয়ম হলো ৩০ দিন ঘাতক শিকারিদের হাত থেকে পালিয়ে বেঁচে থাকতে হবে। শোতে অংশ নেওয়া কোনো মানুষ এখনো জীবিত ফিরতে পারেনি। বেন রিচার্ড কি পারবে ৩০ দিন টিকে থাকতে। বেন রিচার্ড চরিত্রে আছেন গ্লেন পাওয়েল। আরও আছেন জোশ ব্রোলিন, কোলম্যান ডোমিঙ্গো, লি পিস প্রমুখ। সিনেমার পরিচালক এজার রাইট। সারা বিশ্বের সঙ্গে একই দিনে আজ সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৬ টুকরা আশরাফুলের ফোন ধরতেন মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ, বলতেন ‘ব্যস্ত আছে’

হামজা থাকলে দ্বিতীয় গোল পাওয়া কঠিন হতো, বলছেন নেপাল কোচ

শতবার অনুশীলনের পরও কেন শেষ মুহূর্তে গোল হজম করছে বাংলাদেশ

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি এখনো বিবেচনাধীন: সারোয়ার তুষার

নিজ্জার হত্যাকাণ্ডের দুই বছর পর ভারতের দিকে মুখ তুলে চাইল কানাডা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

শাড়ি পরে অস্ত্র হাতে ফিরলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছয় বছর পর ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালের পর এই প্রথম কোনো ভারতীয় সিনেমায় যুক্ত হলেন তিনি। এস এস রাজামৌলির ‘গ্লোবট্রটার’-এ মন্দাকিনী চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এতে একেবারে দেশি লুকে প্রত্যাবর্তন হচ্ছে দেশি গার্লের। হলুদ শাড়ি পরে পিস্তল হাতে অ্যাকশন লুকে তাক লাগিয়ে দিলেন প্রিয়াঙ্কা।

রাজামৌলির গ্লোবট্রটার সিনেমায় যুক্ত হয়েছেন তিন ইন্ডাস্ট্রির তিন তারকা। তেলুগু সুপারস্টার মহেশ বাবু, মালয়ালম ইন্ডাস্ট্রির পৃথ্বীরাজ সুকুমারন ও বলিউডের প্রিয়াঙ্কাকে নিয়ে রাজামৌলির এই মেগা প্রজেক্ট। এরই মধ্যে হায়দরাবাদে শুরু হয়ে গেছে শুটিং। কয়েক দিন আগে নেতিবাচক চরিত্রে পৃথ্বীরাজের লুক প্রকাশ করেছিলেন নির্মাতা। বুধবার রাতে এসেছে প্রিয়াঙ্কার লুক। তবে অভিনেত্রী জানিয়েছেন, ফার্স্ট লুকে যতটা দেখা যাচ্ছে, চরিত্রটি তার চেয়েও বেশি জমকালো।

ইদানীং হলিউডই প্রিয়াঙ্কার স্থায়ী ঠিকানা। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার পর একের পর এক হলিউডের সিনেমায় অভিনয় করেছেন। সুযোগ খুঁজছিলেন বলিউডে ফেরার। ফারহান আখতারের ‘জি লে জারা’ দিয়ে ফেরার কথা ছিল। তবে নানা কারণে এ সিনেমার শিডিউল বারবার পিছিয়েছে। অবশেষে রাজামৌলির নতুন সিনেমা দিয়ে একেবারে রাজকীয় প্রত্যাবর্তন হচ্ছে তাঁর।

গ্লোবট্রটার সিনেমাকে নিজের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘ভারতীয় সিনেমায় নতুন যুগের সূচনা করবে সিনেমাটি। আমি খুবই খুশি যে এমন অসাধারণ একটি কাজ দিয়ে ভারতীয় সিনেমায় আমার প্রত্যাবর্তন হচ্ছে।’ প্রিয়াঙ্কা জানিয়েছেন, গ্লোবট্রটার যেহেতু তেলুগু ভাষার সিনেমা, তাই এতে কাজ করার জন্য তেলুগু ভাষাও শিখেছেন তিনি।

রাজামৌলির এ সিনেমার নাম শেষ পর্যন্ত গ্লোবট্রটার থাকবে কি না, সেটা জানা যাবে আগামীকাল। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে গ্লোবট্রটার ইভেন্ট। ৫০ হাজারের বেশি দর্শক এতে উপস্থিত থাকবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে জিওহটস্টারে। এদিন ঘোষণা করা হবে সিনেমার নাম। প্রকাশ করা হবে মূল চরিত্রে মহেশ বাবুর লুক। ১৩০ বাই ১০০ ফুটের বিশাল স্ক্রিনে দেখানো হবে টিজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৬ টুকরা আশরাফুলের ফোন ধরতেন মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ, বলতেন ‘ব্যস্ত আছে’

হামজা থাকলে দ্বিতীয় গোল পাওয়া কঠিন হতো, বলছেন নেপাল কোচ

শতবার অনুশীলনের পরও কেন শেষ মুহূর্তে গোল হজম করছে বাংলাদেশ

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি এখনো বিবেচনাধীন: সারোয়ার তুষার

নিজ্জার হত্যাকাণ্ডের দুই বছর পর ভারতের দিকে মুখ তুলে চাইল কানাডা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮: ৫৯
স্পর্শিয়া। ছবি: সংগৃহীত
স্পর্শিয়া। ছবি: সংগৃহীত

অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি সুস্থ হয়ে একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ থাকায় এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। এর মাঝেই পাওয়া গেল স্পর্শিয়ার নতুন আরেক কাজের খবর। কাজল আরেফিন অমি পরিচালিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’-এ যুক্ত হলেন তিনি।

কয়েক দিন আগে ফেসবুকে একটি পোস্ট দিয়ে সিরিয়ালটিতে নতুন চরিত্র যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নির্মাতা অমি। গতকাল সন্ধ্যায় স্পর্শিয়ার ক্যারেক্টার লুকের পোস্টার শেয়ার করে অমি জানান, ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া।

ব্যাচেলর পয়েন্টে যুক্ত হওয়া প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। চাইছিলাম সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে, যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। ব্যাচেলর পয়েন্ট টিম থেকে যখন কল এল, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। এর আগে অমি ভাইয়ের সঙ্গে কাজ করা হয়নি। আশা করছি, আমাদের এই কোলাবরেশন দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।’

কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিরিয়ালে পুরুষ চরিত্রগুলোই বেশি দেখা যায়। সেই তুলনায় নারী চরিত্র কম। গল্পের প্রয়োজনে আমার মনে হয়েছে সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, তাই স্পর্শিয়াকে যুক্ত করা হয়েছে। স্পর্শিয়ার সঙ্গে কারও পেয়ার হয় কি না বা তাঁর চরিত্র কতটা আনন্দিত করবে, সেটা সিজন ফাইভের নেক্সট এপিসোডগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।’

গত কোরবানির ঈদে শুরু হয়েছে ব্যাচেলর পয়েন্ট ৫-এর প্রচার। নতুন সিজনে পাঁচ বছর পর ব্যাচেলর পয়েন্টে ফিরেছেন তৌসিফ মাহবুব। সিরিয়ালটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, শামীমা নাজনীন, এরফান মৃধা শিবলু, সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। গতকাল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ব্যাচেলর পয়েন্টের নতুন আটটি পর্ব। বঙ্গের পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে ব্যাচেলর পয়েন্টের নতুন পর্বগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৬ টুকরা আশরাফুলের ফোন ধরতেন মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ, বলতেন ‘ব্যস্ত আছে’

হামজা থাকলে দ্বিতীয় গোল পাওয়া কঠিন হতো, বলছেন নেপাল কোচ

শতবার অনুশীলনের পরও কেন শেষ মুহূর্তে গোল হজম করছে বাংলাদেশ

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি এখনো বিবেচনাধীন: সারোয়ার তুষার

নিজ্জার হত্যাকাণ্ডের দুই বছর পর ভারতের দিকে মুখ তুলে চাইল কানাডা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

এ সপ্তাহের ওটিটি

মুক্তি পাচ্ছে একগুচ্ছ আলোচিত সিনেমা-সিরিজ

বিনোদন ডেস্ক
‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার দৃশ্য
‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার দৃশ্য

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

  • পুতুলনাচের ইতিকথা (বাংলা সিনেমা)
  • অভিনয়: আবীর চট্টোপাধ্যায়, জয়া আহসান, পরমব্রত চট্টোপাধ্যায়
  • মুক্তি: হইচই (১৪ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়কাল আরও পেছনের। দর্শকের কাছে গল্পটা সহজবোধ্য করার জন্য সময়টা এগিয়ে এনেছেন পরিচালক।
  • নীলচক্র (বাংলা সিনেমা)
  • অভিনয়: আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু
  • মুক্তি: আইস্ক্রিন (১৩ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। পুরো ঘটনাই একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের; উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো। কী চায় তারা? এমন প্রশ্ন নিয়ে এগিয়ে গেছে মিঠু খানের ‘নীলচক্র’।
  • দিল্লি ক্রাইম: সিজন থ্রি (হিন্দি সিরিজ)
  • অভিনয়: শেফালি শাহ, হুমা কুরেশি, রাশিকা দুগাল
  • মুক্তি: নেটফ্লিক্স (১৩ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: দিল্লি ক্রাইমের এ সিজনের বিষয় নারী ও শিশু পাচার। এবারও সত্য ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে গল্প। ২০১২ সালে দিল্লিতে ঘটে যাওয়া শিশু পাচার ও নির্যাতনের ঘটনা তুলে আনা হয়েছে, যা তখন ব্যাপক আলোচিত হয়েছিল। এবারও তদন্ত কর্মকর্তা হিসেবে আছেন শেফালি শাহ, নেতিবাচক চরিত্রে এবার যুক্ত হয়েছেন হুমা কুরেশি।
  • জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ (ইংরেজি সিনেমা)

অভিনয়: স্কারলেট জোহানসন, মাহেরশালা আলী, জোনাথন বেইলি

  • মুক্তি: জিওহটস্টার (১৪ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: সর্বশেষ সিকুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ যেখানে শেষ হয়েছিল, তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে এ সিনেমায়। গ্রহের বাস্তুশাস্ত্র আরও কঠিন হয়ে গেছে ডাইনোসরদের জন্য। এক বিচ্ছিন্ন পরিবেশে টিকে আছে অল্প কিছু ডাইনোসর। কিছু মানুষ চায়, ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে।
  • জলি এলএলবি থ্রি (হিন্দি সিনেমা)
  • অভিনয়: অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা
  • মুক্তি: নেটফ্লিক্স (১৪ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: একটি বড় প্রকল্পের জমি অধিগ্রহণের কবলে পড়ে সর্বস্ব হারায় কৃষক রাজারাম সোলঙ্কি। আত্মহত্যা করে সে। তার স্ত্রী জানকি মামলা করে ধনী ব্যবসায়ী হরিভাই খেতানের বিরুদ্ধে। কিন্তু আদালতে উপেক্ষিত হয় সে। এ ঘটনার কয়েক বছর পর মামলাটি আসে আইনজীবী জলির কাছে। আদালত চত্বরে জলি নামে দুজন আছে, এক চরিত্রে অক্ষয়, অন্য চরিত্রে ওয়ারসি। দুজনের মধ্যে সারাক্ষণ দ্বন্দ্ব লেগে থাকে।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৬ টুকরা আশরাফুলের ফোন ধরতেন মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ, বলতেন ‘ব্যস্ত আছে’

হামজা থাকলে দ্বিতীয় গোল পাওয়া কঠিন হতো, বলছেন নেপাল কোচ

শতবার অনুশীলনের পরও কেন শেষ মুহূর্তে গোল হজম করছে বাংলাদেশ

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি এখনো বিবেচনাধীন: সারোয়ার তুষার

নিজ্জার হত্যাকাণ্ডের দুই বছর পর ভারতের দিকে মুখ তুলে চাইল কানাডা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত