Ajker Patrika

বিজেপি ছাড়ছেন কলকাতার তারকারা

বিজেপি ছাড়ছেন কলকাতার তারকারা

বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানি, দুজনেই তৃণমূলের নেত্রী। তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে লড়াইয়ে নেমেছিলেন কৌশানি মুখোপাধ্যায়। তা সত্ত্বেও ভোটের সময় বনির বিজেপিতে যোগদান অনেককেই অবাক করেছিল। তৃণমূল ঘনিষ্ঠ বনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি কিছুটা অসন্তোষ প্রকাশ করেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু মাত্র ৮ মাসেই মোহভঙ্গ বনির। ইতিমধ্যেই নাকি বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন ‘বরবাদ’ তারকা। মৌখিকভাবে নিজের সিদ্ধান্তের কথা বিজেপি নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন বনি, এমনটাই ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন বনির মা।

আনুষ্ঠানিকভাবে খুব শীঘ্রই এই সিদ্ধান্তের কথা জানাবেন বনি। আপতত একটি ছবির শুটিংয়ে বোলপুরে রয়েছেন বনি, কলকাতায় ফিরে সবটা খাতায়-কলমে জানাবেন অভিনেতা। বনির বাবা-মা দুজনেই চাইছেন ছেলে এখন অভিনয়ে মন দিক,তাই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বনি!

বনি সেনগুপ্তএই মুহূর্তে বোলপুরে রাজা চন্দর ছবি ‘আম্রপালি’ র শুটিং করছেন বনি। সেখান থেকে কলকাতায় ফিরবেন আগামিকাল (বৃহস্পতিবার)। এরপর শুটিংয়ে আসবেন বাংলাদেশে।

বনির হাতে এখন একগুচ্ছ ছবির কাজ, দ্রুত সেগুলো শেষ করতে চান। জানা গিয়েছে অনুপম সেনগুপ্তর আগামী ছবিতেও ফের একবার জুটি বাঁধছেন বনি-কৌশানি। এই মুহূর্তে বনির হাতে রয়েছে ‘জতুগৃহ’, ‘ছুটি’, ‘ধাঁধাঁ’, ‘হীরকগড়ের হিরে’, ‘আম্রপালি’র মতো ছবির কাজ। তাই রাজনীতি নিয়ে এখন বেশি কিছু ভাবতে চান না তিনি। বিজেপিতে যোগ দিলেও ভোটের সময় দলীয় প্রচার ছাড়া আর সেভাবে দেখা মেলেনি বনির।

বিজেপির হয়ে প্রার্থী হয়ে হেরে তনুশ্রী, শ্রাবন্তীরা আগেই দল ছেড়েছেন, বনিও সেই পথে হাঁটবেন কিনা সেটাই এখন দেখবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এ সপ্তাহের ওটিটি

মুক্তি পাচ্ছে একগুচ্ছ আলোচিত সিনেমা-সিরিজ

বিনোদন ডেস্ক
‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার দৃশ্য
‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার দৃশ্য

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

  • পুতুলনাচের ইতিকথা (বাংলা সিনেমা)
  • অভিনয়: আবীর চট্টোপাধ্যায়, জয়া আহসান, পরমব্রত চট্টোপাধ্যায়
  • মুক্তি: হইচই (১৪ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়কাল আরও পেছনের। দর্শকের কাছে গল্পটা সহজবোধ্য করার জন্য সময়টা এগিয়ে এনেছেন পরিচালক।
  • নীলচক্র (বাংলা সিনেমা)
  • অভিনয়: আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু
  • মুক্তি: আইস্ক্রিন (১৩ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। পুরো ঘটনাই একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের; উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো। কী চায় তারা? এমন প্রশ্ন নিয়ে এগিয়ে গেছে মিঠু খানের ‘নীলচক্র’।
  • দিল্লি ক্রাইম: সিজন থ্রি (হিন্দি সিরিজ)
  • অভিনয়: শেফালি শাহ, হুমা কুরেশি, রাশিকা দুগাল
  • মুক্তি: নেটফ্লিক্স (১৩ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: দিল্লি ক্রাইমের এ সিজনের বিষয় নারী ও শিশু পাচার। এবারও সত্য ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে গল্প। ২০১২ সালে দিল্লিতে ঘটে যাওয়া শিশু পাচার ও নির্যাতনের ঘটনা তুলে আনা হয়েছে, যা তখন ব্যাপক আলোচিত হয়েছিল। এবারও তদন্ত কর্মকর্তা হিসেবে আছেন শেফালি শাহ, নেতিবাচক চরিত্রে এবার যুক্ত হয়েছেন হুমা কুরেশি।
  • জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ (ইংরেজি সিনেমা)

অভিনয়: স্কারলেট জোহানসন, মাহেরশালা আলী, জোনাথন বেইলি

  • মুক্তি: জিওহটস্টার (১৪ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: সর্বশেষ সিকুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ যেখানে শেষ হয়েছিল, তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে এ সিনেমায়। গ্রহের বাস্তুশাস্ত্র আরও কঠিন হয়ে গেছে ডাইনোসরদের জন্য। এক বিচ্ছিন্ন পরিবেশে টিকে আছে অল্প কিছু ডাইনোসর। কিছু মানুষ চায়, ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে।
  • জলি এলএলবি থ্রি (হিন্দি সিনেমা)
  • অভিনয়: অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা
  • মুক্তি: নেটফ্লিক্স (১৪ নভেম্বর)
  • গল্পসংক্ষেপ: একটি বড় প্রকল্পের জমি অধিগ্রহণের কবলে পড়ে সর্বস্ব হারায় কৃষক রাজারাম সোলঙ্কি। আত্মহত্যা করে সে। তার স্ত্রী জানকি মামলা করে ধনী ব্যবসায়ী হরিভাই খেতানের বিরুদ্ধে। কিন্তু আদালতে উপেক্ষিত হয় সে। এ ঘটনার কয়েক বছর পর মামলাটি আসে আইনজীবী জলির কাছে। আদালত চত্বরে জলি নামে দুজন আছে, এক চরিত্রে অক্ষয়, অন্য চরিত্রে ওয়ারসি। দুজনের মধ্যে সারাক্ষণ দ্বন্দ্ব লেগে থাকে।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কোরবানির ঈদেও থাকবে শাকিব খানের সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শাকিব খান। ছবি: সংগৃহীত
শাকিব খান। ছবি: সংগৃহীত

ঈদ মানেই শাকিব খানের সিনেমা। প্রতি ঈদেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হন এই নায়ক। আগামী বছরও এর ব্যতিক্রম হচ্ছে না। কয়েক মাস আগেই শাকিব খানের আগামী রোজার ঈদের সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের সিনেমাটি বানাবেন আবু হায়াত মাহমুদ। এবার জানা গেল শাকিবের কোরবানির ঈদের সিনেমার খবর।

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’-এ ধুন্ধুমার অ্যাকশনে মুগ্ধ করেছেন তিনি। প্রিন্স সিনেমাটিও নির্মিত হবে একই ঘরানায়। কয়েক দিন আগে এক অনুষ্ঠানে শাকিব জানিয়েছিলেন, রোমান্টিক গল্পে ফিরবেন তিনি। সত্যি হচ্ছে তাঁর কথা। শাকিবের নতুন সিনেমাটি তৈরি হবে রোমান্টিক গল্পে। বানাবেন আজমান রুশো। এটি রুশোর প্রথম সিনেমা। এর আগে বেশ কিছু বিজ্ঞাপন বানিয়ে হাত পাকিয়েছেন এই নির্মাতা। এবার বড় পর্দায় নিজেকে প্রমাণের পালা তাঁর।

জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হবে নতুন সিনেমাটি। যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়। তবে এখনো চূড়ান্ত হয়নি সিনেমার নাম। সিনেমাটি নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে।

নতুন এই সিনেমা নিয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল নির্মাতা আজমান রুশোর সঙ্গে। তিনি এ বিষয়ে এখনই কোনো তথ্য দিতে চাননি। তবে সিনেমাটি নির্মাণের কথাও অস্বীকার করেননি।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে নতুন এই সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। দেশে ও দেশের বাইরে একটানা শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে কাজ। শুটিং শুরুর আগে আনুষ্ঠানিকভাবে সিনেমা ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হবে।

শাকিব এখন ব্যস্ত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে। এটি বানাচ্ছেন সাকিব ফাহাদ। এই নির্মাতারও এটি প্রথম সিনেমা। দেশপ্রেমকে উপজীব্য করে তৈরি হয়েছে সোলজার সিনেমার কাহিনি। বাস্তবতা, সংগ্রাম আর আশাবাদের গল্প বলবে সোলজার। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ।

সোলজারের শুটিং শেষ করে শাকিব শুরু করবেন প্রিন্স সিনেমার শুটিং। এ সিনেমায় শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের চরিত্রে। আগামী মাসে শুরু হবে শুটিং। এরপর শাকিব শুরু করবেন আজমান রুশোর সিনেমার কাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মুজা-সানজানার নতুন গান ‘মাইয়া’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সানজানা, হৃদি শেখ ও মুজা। ছবি: সংগৃহীত
সানজানা, হৃদি শেখ ও মুজা। ছবি: সংগৃহীত

প্রকাশ পেল যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী মুজার নতুন গান। ‘মাইয়া’ শিরোনামের গানটিতে মুজার সঙ্গে গেয়েছেন লন্ডনপ্রবাসী শিল্পী সানজানা। ‘মাইয়ার কথা আমার এত ভালো লাগিল/ পোলা আমার কথা শুইনা প্রেম জাগিল’—এমন কথার গানটি যৌথভাবে লিখেছেন বাঁধন ও মুজা। সংগীত আয়োজন করেছেন মুজা।

মুজা জানান, গানের কথায় একজন নারীর সৌন্দর্যের চেয়ে ব্যক্তিত্বকে প্রাধান্য দেওয়ার চেষ্টা রয়েছে। তিনি বলেন, ‘আমরা সাধারণত কারও সৌন্দর্যে আবিষ্ট হই। কথা বলার পর সেই ভালো লাগা আরও বেড়ে যেতে পারে ব্যক্তিত্বের কারণে। সেটাই গানের কথায় রাখতে চেয়েছি আমরা।’

মাইয়া গানের নির্মাণ প্রসঙ্গে মুজা বলেন, ‘বিভিন্ন উৎসব, বিশেষ করে বিয়ের মৌসুমের কথা চিন্তা করেই গানটি করা। এটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ গানটিতে আমার কণ্ঠে কোনো প্রতিধ্বনি বা রিভার্ব ইফেক্ট ব্যবহার করা হয়নি। নতুন আওয়াজটা শ্রোতাদের শোনাতে চেয়েছি। গানটি পপ জনরার, সঙ্গে কাওয়ালির ভাবটা আছে।’

সানজানা বলেন, ‘মুজার প্রথম গান প্রকাশের সময় থেকেই আমরা পরিচিত। মাইয়া গান তৈরির শুরুটা সিনেমার দৃশ্যের মতোই। হঠাৎ কেউ অন্ধকার স্টুডিওর দরজা খুলে বের হলেন, আমাদের শুভেচ্ছা বিনিময় হলো, তারপরই আমরা গানটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি।’

মাইয়া গানের কোরিওগ্রাফি করেছেন হৃদি শেখ। ২০১৮ সালে মুজার প্রথম গানের কোরিওগ্রাফি করেছিলেন তিনি। সাত বছর পর আবার একসঙ্গে কাজ করলেন তাঁরা। হৃদি শেখ বলেন, ‘যেহেতু বিয়ের মৌসুমের গান, তাই পরিকল্পনাটাও ওই রকমভাবে করেছি। এখানে শুধু নৃত্যের মুদ্রাগুলোই গুরুত্বপূর্ণ নয়, বরং সেট ডিজাইন, পোশাক, আলো, নৃত্যশিল্পীর সংখ্যা গুরুত্বপূর্ণ উপাদান। তাই সবকিছুর ওপর জোর দেওয়া হয়েছে।’ গানটি প্রকাশ করা হয়েছে মুজার ইউটিউব চ্যানেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিনোদন ডেস্ক
তথ্যচিত্র ‘সিক্রেট রেসিপি হ‌ুমায়ূন আহমেদ’-এর দৃশ্য
তথ্যচিত্র ‘সিক্রেট রেসিপি হ‌ুমায়ূন আহমেদ’-এর দৃশ্য

আজ কথাসাহিত্যিক ও নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। পাশাপাশি হ‌ুমায়ূন আহমেদকে নিয়ে প্রকাশিত হয়েছে তথ্যচিত্র, স্টার সিনেপ্লেক্সে চলছে সিনেমা।

সিক্রেট রেসিপি হ‌ুমায়ূন আহমেদ

হোয়াট দ্য স্টোরি নামের একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রকাশিত হয়েছে হ‌ুমায়ূন আহমেদকে নিয়ে ১০ মিনিটের তথ্যচিত্র। নাম দেওয়া হয়েছে ‘সিক্রেট রেসিপি হ‌ুমায়ূন আহমেদ’। এতে হ‌ুমায়ূন আহমেদের লেখা, তাঁর সৃষ্ট চরিত্র আর গল্প বলার ধরন নিয়ে বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের সহযোগিতায় তৈরি তথ্যচিত্রটিতে দেখা গেছে হ‌ুমায়ূন আহমেদের নানা বয়সের ভিডিওচিত্র। হোয়াট দ্য স্টোরি বলছে, এটা ১০ মিনিটের ছোট্ট গল্প। ১০ মিনিটের ছোট্ট ফিল্ম। ১০ মিনিটে হ‌ুমায়ূন আহমেদকে বোঝার চেষ্টা। ১০ মিনিটের হ‌ুমায়ূন আহমেদ হওয়ার কোর্স। গল্প রচনার পাশাপাশি তথ্যচিত্রটির নির্দেশনা দিয়েছেন আশীফ এন্তাজ রবি, স্কেচ করেছেন শাকিব মুহাম্মদ আসাদ আল-দীন, গবেষণা করেছেন নুহিয়াতুল ইসলাম লাবিব। তথ্যচিত্রটি প্রকাশিত হয়েছে গতকাল ১২ নভেম্বর।

চ্যানেল আইয়ে দিনব্যাপী অনুষ্ঠান

হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে প্রতিবারের মতো এবারও চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকছে নানা আয়োজন। আজ সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে মুগ্ধ, অনন্যা আচার্য ও প্রান্তি গাইবেন হ‌ুমায়ূন আহমেদ পরিচালিত সিনেমার গান। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হ‌ুমায়ূন আহমেদের বই নিয়ে চ্যানেল আই প্রাঙ্গণে বেলা ১১টা থেকে চলবে দিনব্যাপী বইমেলা। দুপুর ১২টা ৩০ মিনিটে তারকাকথনের বিশেষ আয়োজনে থাকবেন অভিনেতা ও আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। হ‌ুমায়ূন আহমেদের নাটক ও সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানাবেন তিনি। বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে হ‌ুমায়ূন আহমেদ পরিচালিত সিনেমা ‘নয় নম্বর বিপদ সংকেত’।

দুরন্ত টিভিতে ‘বোতল ভূত’

দুরন্ত টিভিতে আজ রাত ১০টায় প্রচারিত হবে হ‌ুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে শিশুতোষ সিনেমা ‘বোতল ভূত’। হ‌ুমায়ূন নামের এক দুষ্টু ছেলে এই গল্পের কেন্দ্রবিন্দু। সে ছাত্র হিসেবে ভালো নয়। তার ক্লাসের বন্ধু মুনির একদিন বোতলে ভরা এক ভূত উপহার দেয় তাকে। যেই ভূত দেখতে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন প্রমুখ।

ডা. এজাজের স্মৃতিতে হ‌ুমায়ূন

হ‌ুমায়ূন আহমেদের হাত ধরে পরিচিতি পেয়েছেন অনেক অভিনয়শিল্পী। তাঁদের মধ্যে ডা. এজাজুল ইসলাম অন্যতম। হ‌ুমায়ূন আহমেদের অসংখ্য কাজে দেখা গেছে অভিনেতাকে। কাজ করার সুবাদে হ‌ুমায়ূন আহমেদের সঙ্গে বিচিত্র অভিজ্ঞতা রয়েছে তাঁর। রয়েছে আনন্দ-বেদনার স্মৃতি। লেখক কিংবা নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের বাইরে একজন মানুষ হিসেবেও তাঁকে কাছ থেকে দেখেছেন। প্রিয় এই মানুষটির জন্মদিনে মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে সেইসব স্মৃতিকথা বলেছেন ডা. এজাজ। হ‌ুমায়ূন আহমেদের সঙ্গে প্রথম পরিচয়, প্রথম ও শেষ কাজ, শুটিংয়ে মজার ঘটনা, আড্ডা, গল্প, শেষ দেখা এবং তাঁর শূন্যতা নিয়ে বলেছেন এই অভিনেতা। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ সকাল ৭টায়।

স্টার সিনেপ্লেক্সে সিনেমা

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে ৭ থেকে ১৩ নভেম্বর ‘হ‌ুমায়ূন আহমেদ সপ্তাহ’ উদ্‌যাপন করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সপ্তাহজুড়ে প্রদর্শিত হচ্ছে হ‌ুমায়ূন আহমেদের গল্পে নির্মিত চারটি সিনেমা। আগামী সপ্তাহেও স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে দুটি সিনেমা ‘দারুচিনি দ্বীপ’ ও ‘আমার আছে জল’। দারুচিনি দ্বীপ পরিচালনা করেছেন তৌকীর আহমেদ, আমার আছে জল বানিয়েছেন হ‌ুমায়ূন আহমেদ। সিনেমাগুলো দেখা যাবে ঢাকার বসুন্ধরা সিটি মল ও চট্টগ্রামের বালি আর্কেড শাখায়।

শিল্পকলায় স্থগিত হ‌ুমায়ূন উৎসব

গত মাসে সোশ্যাল মিডিয়ায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন ১৩ নভেম্বর শিল্পকলা একাডেমিতে ‘সেলিব্রেটিং বাংলাদেশি লেজেন্ডস’ সিরিজে আয়োজন করা হবে ‘হ‌ুমায়ূন উৎসব’। যেখানে গান হবে, সিনেমা দেখানো হবে, আলোচনা হবে। শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে গত ৩০ অক্টোবর জানানো হয়, হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস সিরিজ কর্মসূচির আওতায় আয়োজিত হচ্ছে হ‌ুমায়ূন উৎসব। ওই পোস্টে হ‌ুমায়ূন ভক্তদের কাছে প্রিয় লেখক ও নির্মাতাকে নিয়ে লেখা পাঠানোর আহ্বান করা হয়। তবে শেষ পর্যন্ত আজ অনুষ্ঠিত হচ্ছে না হ‌ুমায়ূন উৎসব। শিল্পকলা একাডেমির সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, অনিবার্য কারণবশত আয়োজনটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত