দখল ও দূষণে প্রাণ যায় নবগঙ্গার
কেউ দখল করেছেন নদীর পাড়, কেউবা নদীর সীমানায় নির্মাণ করেছেন দালান। এমনকি পুরোনো সেতুর পাশ দখলে নিয়েছেন প্রভাবশালীরা। স্থাপনা নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে খাবারের হোটেল, দোকানপাট হিসেবে। শুধু তা-ই নয়, নদীতে ফেলা হচ্ছে বাসাবাড়ির ময়লাও। এভাবেই দখল ও দূষণে মাগুরার নবগঙ্গা নদী এখন মরা খালে পরিণত হয়েছে।