সিয়াম-পূজায় বাংলা ছবির বছর শুরু
বছরের শেষ দুই মাসে মুক্তি পাবে একাধিক বড় বাজেটের আলোচিত ছবি। এর মধ্যে অন্যতম বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’, আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ এবং অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’। আশা করা হচ্ছে বছর শেষে এই ছবিগুলো আলোচনা তৈরি করতে পারবে।