নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আ.লীগ: সমাজকল্যাণমন্ত্রী
বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামী লীগ। আজ শনিবার দুপুরে লালমনিরহাট সরকারি কলেজ অডিটরিয়ামে ইউসিবি ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।