অন্যের কাটা হাত নিয়ে হেঁটে চলা ভাইরাল আনিসসহ গ্রেপ্তার ২
কুমিল্লার দাউদকান্দিতে এক হাতে চাপাতি, আরেক হাতে অন্য ব্যক্তির কাটা হাত নিয়ে হেঁটে চলা ভাইরাল হওয়া ভিডিওর সেই আনিস মিয়া ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে জেলার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।