Ajker Patrika

মধ্যনগরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ০২
মধ্যনগরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের খালের পাড় থেকে এই লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। তিনি বলেন, আজ সকালে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লাশ উদ্ধার হওয়া ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, জালাল মিয়াসহ অনেক। তাঁরা জানান, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধ ঘোরাঘুরি করতেন। স্থানীয় লোকজন যে খাবার দিতেন, তা-ই তিনি খেতেন। আজ সকাল সাতটার দিকে তাঁর লাশ শ্রীপুর গ্রামের খালের পাড়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত